TRENDING:

Cooch Behar News: খোলা হয়নি কালী পুজোর তোরণ! যানজট সমস্যা মাথাভাঙ্গা হাসপাতালের সামনে

Last Updated:

কালীপুজোর পর্ব শেষ হয়ে গেলেও এখনো খোলা হয়নি রাস্তার ওপরের আলোর তোরণের গেট। আর তার জেরেই নিত্য দিন সমস্যা পোহাতে হতে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকারী নিত্য যাত্রীদের। প্রতিদিন দীর্ঘ যানজট সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাথাভাঙ্গা : কালীপুজোর পর্ব শেষ হয়ে গেলেও এখনো খোলা হয়নি রাস্তার ওপরের আলোর তোরণের গেট। আর তার জেরেই নিত্য দিন সমস্যা পোহাতে হতে হচ্ছে রাস্তা দিয়ে চলাচলকারী নিত্য যাত্রীদের। প্রতিদিন দীর্ঘ যানজট সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। মাথাভাঙ্গা মহকুমা শহরের হাসপাতাল সংলগ্ন এলাকায় এমন চিত্র ফুটে উঠেছে। হাসপাতাল এলাকায় প্রতিদিন প্রচুর মানুষ ভিড় জমান চিকিৎসার উদ্দেশ্যে। এলাকায় যানবাহন এর সংখ্যা নেহাত কম নয়।
যানজট সমস্যা
যানজট সমস্যা
advertisement

প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ হাসপাতাল চত্বরে আসেন ডাক্তার দেখাতে কিংবা ভর্তি হতে। আরশি যানবাহনের যানজটের জেরে নাজেহাল হতে হচ্ছে সকলকে। রাস্তার ওপর আলোর তোরণের গেট না খোলার জন্য। রাস্তার ইতিমধ্যে সংকুচিত হয়ে রয়েছে। একটি বেশি দুটি গাড়ি পাশাপাশি যাতায়াত করতে পারছে না। শহরের এক নিত্য যাত্রী রমেশ বর্মন বলেন, "কালীপুজোর পর্ব শেষ হওয়ার পর ছট পুজোও শেষ হয়ে গিয়েছে। তবে এখনো পর্যন্ত খোলা হয়নি রাস্তার ওপরের আলোর তোরণের গেট।

advertisement

আরও পড়ুনঃ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে বসানো হল নতুন মেশিন

প্রতিদিন এলাকায় যানজট হচ্ছে এই তোরণের কারণে। তবে এই সকল বিষয় নিয়ে নির্বিকার হয়ে রয়েছে মাথাভাঙ্গা পৌরসভা। এছাড়াও পুলিশ প্রশাসনেরও কোন ভূমিকা চোখে পড়ছে না। দ্রুত এই গেট খুলে ফেলা হোক।" গোটা বিষয়টি নিয়ে মাথাভাঙ্গা পৌরসভার পৌরপতি লক্ষ্যপতি প্রামাণিক বলেন, "আমাদের চোখে পড়েছে ওই আলোর তোরণের গেটটি। এই গেটের ফলে এলাকায় প্রচুর যানজট হচ্ছে। সেই অভিযোগ এসেছে আমাদের কাছে। এবং আমরা স্থানীয় কাউন্সিলরকে বিষয়টি জানিয়েছি। দ্রুত ওই গেট খুলে ফেলা হবে। অন্যথায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: খোলা হয়নি কালী পুজোর তোরণ! যানজট সমস্যা মাথাভাঙ্গা হাসপাতালের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল