আরও পড়ুন: পদত্যাগের পরও অনুব্রত ঘনিষ্ঠ প্রণত কর সিউড়ির পুরপ্রধান! ব্যাপারটা কী?
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে একদল পাচারকারী সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়েই বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এরপরই সীমান্তরক্ষী বাহিনীর জাওয়ানদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পাচারকারীদের। এই সময় বিএসএফ গুলি চালালে মকলেশ্বর হক ওরফে মিঠু (৩৫) নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়। পাচারকারীদের আক্রমণে এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। মৃতের বাড়ি সাহেবগঞ্জ থানার কুতিয়ার টারি করলা এলাকায়।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতের এই ঘটনায় বিএসএফ জওয়ানরা গরু পাচারের বাধা দিলে পাচারকারীরা লাঠি ও ধারাল অস্ত্র নিয়ে হামলা করে। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে গুলি চালায় বিএসএফ। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, এর আগেও গরু পাচার ঠেকাতে বিএসএফের গুলিতে কোচবিহারে মৃত্যু হয়েছে অনেকের।
সার্থক পণ্ডিত