Birbhum News: পদত্যাগের পরও অনুব্রত ঘনিষ্ঠ প্রণত কর সিউড়ির পুরপ্রধান! ব্যাপারটা কী?

Last Updated:

অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ প্রণব করের সিউড়ি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা নিয়ে জটিলতা

বীরভূম: পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেওয়া পরও মহকুমাশাসকের দফতর থেকে চিঠি এল সিউড়ি পুরসভায়। সেই চিঠি নিয়েই এখন ধন্ধে পড়ে গিয়েছেন পুরসভার আধিকারিকরা। চিঠিতে প্রণব করের পদত্যাগ পত্র গ্রহণ করার কোনও উল্লেখ নেই। এমনকি তাঁর পদত্যাগের বিষয়ে কোনও পদক্ষেপ নিতেও বলা হয়নি পুরসভাকে। উল্টে পদ ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করার পরও পুরপ্রধান হিসেবে প্রণব করকেই উল্লেখ করে চিঠি লেখা হয়েছে। ওই চিঠিতে মহকুমাশাসক অনিন্দ্য সরকার সঠিক পদ্ধতি মেনে পুরপ্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চিঠিতে পুর আইনের একাধিক ধারা উল্লেখ করে বীরভূমের সদর মহকুমাশাসক অনিন্দ্য সরকার জানিয়েছেন, পদত্যাগ পত্র জমা দিতে হবে বোর্ড অফ কাউন্সিলরর্সের কাছে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে পুরপ্রধানকে। সদর মহাকুমাশাসক অনিন্দ্য সরকার পরে ওই চিঠি প্রসঙ্গে বলেন, আমি পুরপ্রধানকে জানিয়েছি আমার কাছে নয়, নিয়ম মেনে বোর্ড অফ কাউন্সিলরর্সের কাছেই তাঁকে নিজের পদত্যাগ পত্র পেশ করতে হবে।
advertisement
advertisement
মহকুমাশাসকের চিঠি থেকে পরিষ্কার, প্রণব কর যতক্ষণ না বোর্ড অফ কাউন্সিলর্সের কাছে তাঁর পদত্যাগ পত্র পাঠাচ্ছেন ততক্ষণ সিউড়ির পুরপ্রধান হিসেবে তাঁকেই বিবেচনা করা হবে। এমনকি যে বোর্ড অফ কাউন্সিলরর্সের বৈঠকে এই পদত্যাগ পত্র পেশ হবে সেই বৈঠকও তাঁকেই ডাকতে হবে। এই বিষয়ে সিউড়ির উপ পুরপ্রধান বিদ্যাসাগর সাউ বলেন, ‘আমরা আইন ঘেঁটে যেটুকু দেখলাম, তাতে এই প্রণব করকেই বোর্ড অফ কাউন্সিলর্সের বৈঠক ডাকতে হবে। সেই বৈঠকেই তিনি পদত্যাগ পত্র পেশ করবেন এবং সেখানেই তা গৃহীত হবে, এটাই আইন। আমরা পুরসভার তরফ থেকে গোটা বিষয়টি প্রণব করকে জানিয়েছি। তিনি দ্রুত বৈঠক ডাকবেন বলেও জানিয়েছেন।’
advertisement
এদিকে সোমবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ প্রণব কর সিউড়ির পুরপ্রধান এবং কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করার পর আর পুরসভায় আসেননি। এই বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সদর মহকুমাশাসকের চিঠি পেয়েছি। পুর আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ জেনে নিয়ে সেই মতো কাজ করব। আইনের বাইরে কোনও কাজ হবে না। পুরসভার একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবার বোর্ড অফ কাউন্সিলর্সের ব‌ইঠক ডেকে পদত্যাগ করতে পারেন প্রণব কর। এখন দেখার শেষ পর্যন্ত তাঁর পদত্যাগ পত্র গ্রহণ হয় কিনা।
advertisement
শুভদীপ পাল
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পদত্যাগের পরও অনুব্রত ঘনিষ্ঠ প্রণত কর সিউড়ির পুরপ্রধান! ব্যাপারটা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement