East Medinipur News: ফের নন্দীগ্রাম থানার আইসি বদল, পঞ্চায়েত ভোটের সময় থেকে এই নিয়ে তিনজন

Last Updated:

স্পর্শকাতর বলে চিহ্নিত নন্দীগ্রাম থানার আইসি বদল করল রাজ্য পুলিশ

পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই আবারও নন্দীগ্রাম থানার আইসি বদল। পঞ্চায়েত ভোটের আগে থেকে নির্বাচন পরবর্তী পর্বের মধ্যে মোট তিনজন আইসি দায়িত্ব নিলেন নন্দীগ্রাম থানার। ভোট ঘোষণা হওয়ার পরই নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরীকে ছুটিতে পাঠানো হয়েছিল। তখন আইসি’র দায়িত্ব সামলে ছিল কাশীনাথ চৌধুরী। ভোট পর্ব মিটতেই এবার দায়িত্বে আনা হল তুহিন বিশ্বাসকে।
পঞ্চায়েত ভোটের সময় ছুটিতে ছিলেন নন্দীগ্রাম থানার আইসি সুমন রায়চৌধুরী। সেই জায়গায় দায়িত্ব সামলেছিলেন কাশীনাথ চৌধুরী। ভোট মিটে যাওয়ার পর ছুটি থেকে ফিরে ফের নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সুমন রায়চৌধুরী। কিন্তু তাঁকে বেশি দিন সেই পদে রাখল না রাজ্য স্বরাষ্ট্র দফতর। নতুন বিজ্ঞপ্তি জারি করে সুমন রায়চৌধুরীকে তমলুক পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
advertisement
advertisement
তাঁর পরিবর্তে নন্দীগ্রাম থানার আইসি হয়ে আসছেন হাওড়া জিআরপি-এর তুহিন বিশ্বাস। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসার তুহিন বিশ্বাস এর আগেও নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ফলে তিনি চেনা জায়গাতেই আবার ফিরে আসছেন।
তবে শুধু নন্দীগ্রাম নয় পঞ্চায়েত ভোটের পর পূর্ব মেদিনীপুরের তমলুক থানার আইসি’ও বদল হয়েছে। তমলুক থানার আইসি হিসেবে কর্মরত অরূপ সরকারকে দার্জিলিঙে পাঠানো হয়। তাঁর জায়গায় দায়িত্ব গ্রহণ করেন শান্তনু মণ্ডল। জেলার বিভিন্ন থানার আইসি বদল নিয়ে রাজনৈতিক সমীকরণের গুঞ্জন শুরু হলেও জেলা পুলিশের দাবি, এগুলো রুটিন বদলি। এই নন্দীগ্রামেরই বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে সেখানকার থানায় বারবার আইসি বদল ঘিরে বিষয়টি নিয়ে বেশি চর্চা হচ্ছে।
advertisement
সৈকত শী
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ফের নন্দীগ্রাম থানার আইসি বদল, পঞ্চায়েত ভোটের সময় থেকে এই নিয়ে তিনজন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement