TRENDING:

Christmas Cake: শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি! কেক বানাতে চরম ব্যস্ততা বেকারিগুলিতে

Last Updated:

Christmas Cake: কোচবিহার জেলার প্রায় সমস্ত বেকারিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেক বানানোর প্রস্তুতি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সার্থক পণ্ডিত,  কোচবিহার: ডিসেম্বর মাস পড়তেই ক্রিসমাস বা বড়দিনের জন্য প্রস্তুতি শুরু হয়ে সব জায়গায়। কোচবিহারও সেই প্রস্তুতি পর্ব থেকে বাদ পড়ে না। তবে এই প্রস্তুতির কাজ শুরু হয় কেক বানানো দিয়ে।কোচবিহার জেলার প্রায় সমস্ত বেকারিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেক বানানোর প্রস্তুতি। বেকারির অন্যান্য সমস্ত জিনিস বানানোর পাশাপশি চলছে কেক বানানোর বিভিন্ন পর্ব।
advertisement

ছোট, বড় কিংবা মাঝারি সব ধরনের কেক এবারে বাজার মাতাতে চলেছে। এমনটাই দাবি অধিকাংশ বেকারির মালিকদের। বিগত দুই বছর করোনার আবহের কারণে বিক্রির পরিমাণ খুব একটা ছিল না। তবে এই বছর ইতিমধ্যেই সমস্ত বিক্রেতারা কেকের অর্ডার দিতে শুরু করেছেন। তারা জানাচ্ছেন ক্রেতাদের নামী দামি কোম্পানির কেকের চাইতে সস্তার ও সুস্বাদু বেকারির কেক দারুণ পছন্দ হয়।

advertisement

এক বেকারির মালিক পুলক কুমার সাহা জানান, " আমরা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি নানা ধরনের কেক বানানোর। এ বছর বাজারে যথেষ্ট চাহিদা রয়েছে বেকারির তৈরি কেকের। তবে অন্যান্য বছরে তুলনায় দাম কিছুটা বাড়তে পারে কেকের। যেভাবে সমস্ত জিনিসের দাম বেড়েছে তাতে আগের দামে কেক বিক্রি সম্ভব হবে না। তবে নতুন নতুন অনেক ধরনের কেক বাজারে আনা হবে এই বছর এমনটাই আশা রয়েছে।"

advertisement

আরও পড়ুন :  চালের গুঁড়ো, নারকেল, ক্ষীর ও গুড়ের তৈরি, শীত পড়তে না পড়েই ভাপা পিঠের স্বাদে মজেছে মালদহ

অন্যদিকে ক্রেতারা জানাচ্ছেন, "এ বছর বড়দিন উদযাপন যথেষ্ট ভাল ভাবে হতে চলেছে। কারণ, দুই বছর মানুষ বড়দিন খুব একটা উপভোগ করতে পারেনি করোনার কারণে। তাই কেক বিক্রি বাড়বে এই বছর বড়দিনের সময়।" এই আশাতেই বুক বাঁধছেন বেকারির মালিকেরা।

advertisement

আরও পড়ুন :  উল্লসিত বাসিন্দারা, এই প্রথম প্রচুর পরিযায়ী পাখি এল কালনার ছাড়িগঙ্গায়

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বড়দিনের দিনে সকলেই কম কিংবা বেশি কেক কিনে খেয়ে থাকেন। এ ছাড়া ডিসেম্বর মাসে কেক-এর চাহিদা কিছুটা হলেও বেড়ে ওঠে। তাই স্বভাবতই বিক্রেতা ও ক্রেতাদের একাংশ মুখিয়ে রয়েছে বাজারে নিত্য নতুন কেক আসার উদ্দেশে। এই কেক বিক্রির সঙ্গে জড়িয়ে রয়েছে বেকারির অধিকাংশ মানুষের রোজগারের বিষয়। এ বছর কেক বিক্রি ভাল হলে অনেক মানুষ মুনাফার মুখ দেখতে পারবেন। তাই দুটো পয়সা বেশি রোজগারের আশায় বড়দিনের অপেক্ষায় দিন গুনছেন অধিকাংশ স্থানীয় বেকারির মালিকদের পাশাপাশি বেকারিতে কাজ করা মানুষেরাও। বিক্রেতাদের একাংশের বক্তব্য, "ইতিমধ্যেই বাজারে প্রচুর চাহিদা লক্ষ করা যাচ্ছে। ক্রেতারা বড় কোম্পানির কেকের চাইতে বেকারির তৈরি স্বল্প দামের এবং সুস্বাদু কেক বেশি পছন্দ করেন। তাই আমরাও এবছর বেশি পরিমাণে কেক বিক্রির উদ্দেশে দোকানে রাখতে চলেছি।"

advertisement

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Christmas Cake: শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি! কেক বানাতে চরম ব্যস্ততা বেকারিগুলিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল