TRENDING:

Cooch Behar: ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট! হেরিটেজ সংরক্ষণে অনীহার অভি‌যোগ

Last Updated:

কোচবিহার জেলা জুড়ে ছিটিয়ে রয়েছে রাজ আমাদের বিভিন্ন স্মৃতিসৌধ এবং ঐতিহ্য। এই ঐতিহ্য গুলি সংরক্ষণের দায়িত্ব রয়েছে হেরিটেজ কমিটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : কোচবিহার জেলা জুড়ে ছিটিয়ে রয়েছে রাজ আমাদের বিভিন্ন স্মৃতিসৌধ এবং ঐতিহ্য। এই ঐতিহ্য গুলি সংরক্ষণের দায়িত্ব রয়েছে হেরিটেজ কমিটি। তবে এগুলি সঠিকভাবে সংরক্ষণের দায়িত্ব পালন করা হচ্ছে না এমনটাই অভিযোগ উঠেছে বারংবার। এই অভিযোগ যে কতটা সঠিক তা প্রমাণ করে দিচ্ছে কোচবিহারের রাজবাড়ির ছোট গেটের ভাঙ্গা অংশ। কোচবিহার দেবীবাড়ি এলাকায় রাজবাড়ির ঠিক পেছনের দিকের একটি অংশে রয়েছে রাজ বাড়ির ছোট গেট। দীর্ঘ চার পাঁচ বছরের বেশি সময় ধরে এই গেট ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, \"এখান দিয়ে মাঝে মাঝেই সরকারি বিভিন্ন জিনিসপত্র বহনকারী ট্রাক চলাচল করে। এমনই কোন ট্রাকের ধাক্কায় ভেঙে গিয়েছে এই ছোট গেটের একটি অংশ। তবে দীর্ঘদিন আবেদন জানিয়েও এই গেটের ভাঙ্গা অংশটি ঠিক করা হচ্ছে না।\"
advertisement

 

 

কোচবিহারে হেরিটেজ কমিটি কোচবিহার জেলায় বিভিন্ন হেরিটেজ নিদর্শন গুলির সংরক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তবে আদতে কতটুকু তারা এই হেরিটেজ গুলি রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয় নিয়ে কোনরকম ভাবে মুখ খুলতে নারাজ সরকারই বিভিন্ন আধিকারিকেরা। হেরিটেজ তকমা প্রাপ্ত কোচবিহার শহরের রাজ আমলের কিছু ঐতিহ্য সঠিক সংরক্ষণের অভাবে ইতিমধ্যেই ধুঁকতে শুরু করেছে।

advertisement

View More

আরও পড়ুনঃ অবশেষে লাগছে পথবাতি, খুশি কোচবিহার তোর্সা বাঁধ এলাকার বাসিন্দারা

 

 

দেবীবাড়ি এলাকার এক স্থানীয় বাসিন্দা অপু দে বলেন, \"রাজ আমলের নিদর্শন রাজবাড়ীর পেছনের এই ছোট গেট অন্যতম ঐতিহ্য কোচবিহার শহরের বুকে। তবে এই গেটের অংশটিকে দেখলে বোঝাও সম্ভব নয় যে এটি রাজ আমলের ঐতিহ্য। সঠিক পরিচর্যা সংরক্ষণের অভাবে দুর্দশায় পড়ে রয়েছে এই গেটের অংশটি। জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই গেটের অংশটিতে সংস্কারের ব্যবস্থা করা হোক। রাজ আমলের এই নিদর্শনগুলি একবার হারিয়ে গেলে একটা বড় ক্ষতি হয়ে যাবে কোচবিহারের।\"

advertisement

আরও পড়ুনঃ সামনেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের কর্মব্যস্ততা মৃৎশিল্পীদের

 

 

তবে কতদিনে কোচবিহার জেলা প্রশাসন রাজামলের ঐতিহ্য নিদর্শন গুলিকে সংরক্ষণে সচেতন হয়ে উঠবে সেই নিয়ে চিন্তা দেখা দিয়েছে কোচবিহারের প্রবীণ নাগরিকদের মধ্যেও। জেলা প্রশাসনের অবিলম্বে এই সমস্ত হেরিটেজ নিদর্শন গুলিকে নিয়ে সংরক্ষণের চিন্তা ভাবনা শুরু করা উচিত।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar: ভাঙ্গা পড়ে রয়েছে রাজবাড়ির ছোট গেট! হেরিটেজ সংরক্ষণে অনীহার অভি‌যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল