কোচবিহারে হেরিটেজ কমিটি কোচবিহার জেলায় বিভিন্ন হেরিটেজ নিদর্শন গুলির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তবে আদতে কতটুকু তারা এই হেরিটেজ গুলি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করছে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয় নিয়ে কোনরকম ভাবে মুখ খুলতে নারাজ সরকারই বিভিন্ন আধিকারিকেরা। হেরিটেজ তকমা প্রাপ্ত কোচবিহার শহরের রাজ আমলের কিছু ঐতিহ্য সঠিক সংরক্ষণের অভাবে ইতিমধ্যেই ধুঁকতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুনঃ অবশেষে লাগছে পথবাতি, খুশি কোচবিহার তোর্সা বাঁধ এলাকার বাসিন্দারা
দেবীবাড়ি এলাকার এক স্থানীয় বাসিন্দা অপু দে বলেন, \"রাজ আমলের নিদর্শন রাজবাড়ীর পেছনের এই ছোট গেট অন্যতম ঐতিহ্য কোচবিহার শহরের বুকে। তবে এই গেটের অংশটিকে দেখলে বোঝাও সম্ভব নয় যে এটি রাজ আমলের ঐতিহ্য। সঠিক পরিচর্যা ও সংরক্ষণের অভাবে দুর্দশায় পড়ে রয়েছে এই গেটের অংশটি। জেলা প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই গেটের অংশটিতে সংস্কারের ব্যবস্থা করা হোক। রাজ আমলের এই নিদর্শনগুলি একবার হারিয়ে গেলে একটা বড় ক্ষতি হয়ে যাবে কোচবিহারের।\"
আরও পড়ুনঃ সামনেই বিশ্বকর্মা পুজো, শেষ মুহূর্তের কর্মব্যস্ততা মৃৎশিল্পীদের
তবে কতদিনে কোচবিহার জেলা প্রশাসন রাজামলের ঐতিহ্য ও নিদর্শন গুলিকে সংরক্ষণে সচেতন হয়ে উঠবে সেই নিয়ে চিন্তা দেখা দিয়েছে কোচবিহারের প্রবীণ নাগরিকদের মধ্যেও। জেলা প্রশাসনের অবিলম্বে এই সমস্ত হেরিটেজ নিদর্শন গুলিকে নিয়ে সংরক্ষণের চিন্তা ভাবনা শুরু করা উচিত।
Sarthak Pandit