এই মাটির সড়া তৈরীর বিষয়ে শিল্পী অমূল্য পাল বলেন, "ছোটবেলা থেকেই অল্প অল্প করে এই জিনিসগুলি তৈরি করতে শিখেছে। একটা সময় বাড়িতে লক্ষ্মী পুজোর সময় এই জিনিসগুলো দরকার পড়তো। তখন অন্য কারো কাছ থেকে কিনে আনতে হতো। তারপর নিজেরাই বানাতে শুরু করি। বর্তমান সময়ে এটাই আমার একমাত্র পেশা। বেশ ভালই লাগে এসব বানাতে। লক্ষ্মী পুজোর সময়ে এগুলোর চাহিদা অনেকটাই বেড়ে ওঠে। তখন বাজারের চাহিদা অনুযায়ী জোগান দিতে রীতিমতো চাপের মুখে পড়তে হয়।"
advertisement
আরও পড়ুনঃ মদনমোহন মন্দিরে প্রাচীন রীতি মেনে আজও হয় লক্ষ্মী পুজো
গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই মাটির সড়া গুলিকে বহু মানুষ তাদের ঘর সাজানোর জন্যও নিয়ে গিয়ে থাকেন। এই মাটির সড়া গুলির মূলত দাম ৬০ থেকে ৭০ টাকার মধ্যে হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এর দাম দ্বিগুণ কিংবা তিনগুণ বেড়েও যায়। বাজারের চাহিদা অনুযায়ী যদি যোগান না দেওয়া সম্ভব হয় তবে এর দাম বেড়ে যায়।
আরও পড়ুনঃ ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা গাড়ির! আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই
মূলত বাড়িতেই এই জিনিস গুলি নিজেদের হাতে তৈরি করে থাকেন শিল্পীরা। তারপর রং এবং তুলির টানে লক্ষ্মী এবং অন্যান্য মূর্তির ছবি ফুটে ওঠে এগুলিতে। গ্রাম্য এলাকার পাশাপশি শহরাঞ্চলের বিভিন্ন বিক্রি হয় এসব মাটির সড়া। তবে আধুনিকতার ছাপ কিছুটা হলেও গ্রাস করেছে এ সমস্ত গ্রাম্য পরিবেশের ঐতিহ্যকে।
Sarthak Pandit