TRENDING:

Cooch Behar News: বিকট শব্দে কেঁপে উঠল কোচবিহার! ভূমিকম্প বা বিস্ফোরণ নয়! আওয়াজ রহস্যে বাড়ছে ভয়

Last Updated:

Cooch Behar News: গোটা জেলার মানুষ শুনেছেন এই আওয়াজ! তবুও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথা থেকে হল এই বিকট শব্দ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: বিকেল তখন আনুমানিক চারটা পঁয়তাল্লিশ। আচমকাই এক বিকট শব্দ ছড়িয়ে পড়ল গোটা কোচবিহার জেলায়। কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তের মানুষেরা প্রায় সকলেই এই শব্দটি শুনেছেন। তবে আদতে কিসের শব্দ এটি সেই বিষয় নিয়ে সন্ধিহান হয়ে রয়েছেন গোটা কোচবিহার জেলার মানুষ। জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়ি ঘরের জানালা এবং দরজা কেঁপে উঠেছে এই শব্দের জেরে। এই শব্দের রেশ এতটাই বেশিছিল যে বেশ কিছুটা সময় পর্যন্ত এই বিকট শব্দ শুনতে পেরেছিলেন সকলে। অনেক মানুষ তো আবার পথ চলতি অবস্থায় এই বিকট শব্দ শুনে থমকে দাঁড়িয়েছেন রাস্তার মধ্যে। তবে সকলের মনের মধ্যেই ঘুরছে এই একটাই প্রশ্ন। এত বিকট আওয়াজ কিসের হতে পারে?
প্রকাণ্ড ও বিকট শব্দে কেঁপে উঠল গোটা কোচবিহার
প্রকাণ্ড ও বিকট শব্দে কেঁপে উঠল গোটা কোচবিহার
advertisement

কোচবিহারের এক ব্যক্তি সুধাংশু নিয়োগী জানান, “দুপুরে খাওয়া-দাওয়ার পর তিনি ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই একটা বিকট শব্দে কেঁপে উঠল তাঁর বাড়ির দরজা এবং জানালা। তড়িঘড়ি বিছানা থেকে উঠে তিনি সরগর হতেই বাড়ির সকলে ছুটে এল তাঁর কাছে। তবে সকলেই ভাবছেন যে এত বিকট শব্দ কিসের হতে পারে?” এছাড়াও কোচবিহার শহরের আরেক বাসিন্দা ইন্দ্রনীল দাস জানান, “তিনি স্কুটি নিয়ে রাস্তা দিয়ে ফিরছিলেন বাড়ির পথে। তবে আচমকাই এক বিকট শব্দে রাস্তার মাঝে থমকে দাঁড়ান তিনি। আশেপাশের মানুষেরাও রীতিমত আঁতকে উঠেছিলেন এই বিকট শব্দের কারণে। তবে কোন মানুষ কিছু বুঝে উঠতে পারছিলেন না।”

advertisement

আরও পড়ুন: 

তবে প্রাথমিক ভাবে এই শব্দ অনেকটাই বড় কিছু বিস্ফোরণ হওয়ার শব্দের মতো শোনা যাচ্ছিল। তবে জেলার কোনও প্রান্ত থেকে কোনও কিছু বিস্ফোরণ হওয়ার ঘটনা এখনও পর্যন্ত সামনে আসেনি। এছাড়াও জেলার কোনও প্রান্ত থেকে কোনও দুর্ঘটনা ঘটার কথাও প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত। তবে এই শব্দ কিসের সেই নিয়েই বর্তমান সময়ে কোচবিহারের প্রায় প্রত্যেকটি মানুষ চিন্তিত হয়ে রয়েছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বিকট শব্দে কেঁপে উঠল কোচবিহার! ভূমিকম্প বা বিস্ফোরণ নয়! আওয়াজ রহস্যে বাড়ছে ভয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল