কোচবিহারের এক ব্যক্তি সুধাংশু নিয়োগী জানান, “দুপুরে খাওয়া-দাওয়ার পর তিনি ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ করেই একটা বিকট শব্দে কেঁপে উঠল তাঁর বাড়ির দরজা এবং জানালা। তড়িঘড়ি বিছানা থেকে উঠে তিনি সরগর হতেই বাড়ির সকলে ছুটে এল তাঁর কাছে। তবে সকলেই ভাবছেন যে এত বিকট শব্দ কিসের হতে পারে?” এছাড়াও কোচবিহার শহরের আরেক বাসিন্দা ইন্দ্রনীল দাস জানান, “তিনি স্কুটি নিয়ে রাস্তা দিয়ে ফিরছিলেন বাড়ির পথে। তবে আচমকাই এক বিকট শব্দে রাস্তার মাঝে থমকে দাঁড়ান তিনি। আশেপাশের মানুষেরাও রীতিমত আঁতকে উঠেছিলেন এই বিকট শব্দের কারণে। তবে কোন মানুষ কিছু বুঝে উঠতে পারছিলেন না।”
advertisement
আরও পড়ুন:
তবে প্রাথমিক ভাবে এই শব্দ অনেকটাই বড় কিছু বিস্ফোরণ হওয়ার শব্দের মতো শোনা যাচ্ছিল। তবে জেলার কোনও প্রান্ত থেকে কোনও কিছু বিস্ফোরণ হওয়ার ঘটনা এখনও পর্যন্ত সামনে আসেনি। এছাড়াও জেলার কোনও প্রান্ত থেকে কোনও দুর্ঘটনা ঘটার কথাও প্রকাশ্যে আসেনি এখনও পর্যন্ত। তবে এই শব্দ কিসের সেই নিয়েই বর্তমান সময়ে কোচবিহারের প্রায় প্রত্যেকটি মানুষ চিন্তিত হয়ে রয়েছেন।
Sarthak Pandit