এই সমস্যার জন্য গেটের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি, "কাঁটাতারের ওপারে ভারতীয় অনেক চাষির চাষের জমি রয়েছে। সেই জমিতে প্রবেশের ক্ষেত্রে নিয়ম নির্দেশিকা জারি করা রয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। সেই নিয়মেই এতদিন গেটের ভেতরে প্রবেশ ও বাহির করানো হত। বিভিন্ন চাষবাস ও করা হত। তবে বেশ কিছুদিন ধরে বিএসএফের নতুন কিছু নিয়মে কৃষকদের কাজে বাঁধা দেওয়া হচ্ছে। সময় মতন গেট খুলে দেওয়া হচ্ছে না। এর ফলে নানান সমস্যায় পড়তে হচ্ছে এই সমস্ত কৃষকদের। এই চাষের জমিতে চাষ না করলে সংসার চলাতে তাঁরা রীতিমত সমস্যার সম্মুখীন হবেন।"
advertisement
আরও পড়ুন: কয়লা পাচার মামলা! অবশেষে বিকাশ মিশ্রকে হেফাজতে নিয়ে জেরা সিবিআইয়ের! রেকর্ড হবে বয়ান
এই বিষয় নিয়ে বিএসএফের ওপর রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছেন হুদুমডাঙা, দর্জি পাড়া, ফকির পাড়া, পাঠানপাড়া, ডাঙাপাড়া এলাকায় বাসিন্দারা। তবে গোটা বিষয়টি নিয়ে বিএসএফের পক্ষ থেকে কোন প্রকার মন্তব্য প্রকাশ করা হয়নি। যদিও বিক্ষোভের পর গেট খোলার সময় আবার আগের মতো করে দেওয়া। তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তহিদুল মহম্মদ ও আব্দুল রহমান সরকার জানান, "সাময়িক ভাবে এই সমস্যা সমাধান করা হলেও, পরে আবার এই সমস্যা তৈরি হতে পারে। তাই জেলা প্রশাসনের উচিত বিষয়টি নিয়ে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা। নাহলে সীমান্তের এই সমস্ত কৃষকদের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। এবং এই সমস্যা জন্য এলাকায় আরও বৃহত্তর আন্দোলন ও হতে পারে।"
সার্থক পণ্ডিত