ওই ট্রাকচালক চ্যাংরাবান্ধা স্থলবন্দর এলাকাতেই কাজ করতেন। মৃত ওই ট্রাকচালক তাঁর স্বামী বলে দাবি করেছেন গীতা দেবী। স্বামীর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত চাইছেন তিনি। পাশাপাশি স্বামীর ডেথ সার্টিফিকেটও চাইছেন তিনি। কিন্তু, স্বামীর মৃত্যুর কারণ খুঁজতে এক বছর পর কেন তাঁর আগমন এই এলাকায়? যদিও এই বিষয়টি নিয়ে তিনি জানিয়েছেন, "বিভিন্ন সমস্যার কারণেই এতদিন আসা সম্ভব হয়নি তাঁর। বিষয়টি নিয়ে তিনি মেখলিগঞ্জ থানা এবং চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা বিশ্বাসেরও দ্বারস্থ হয়েছেন জানান তিনি।"
advertisement
চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত প্রধান সবিতা বিশ্বাস জানিয়েছেন, "ওই মহিলা তাঁর স্বামীর ডেথ সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন তার কাছে। নিয়ম মেনে সেটা দ্রুত তাকে দিয়ে দেওয়া হবে। তবে তিনি অনেক দেরি করে আসার কারণে কিছুটা সময় লাগছে।" এছাড়া গোটা বিষয়টি নিয়ে মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, "ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর বিষয় নিয়ে মেখলিগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পুলিশ তাকে সাহায্য করবে। পুলিশ সব সময় সহযোগিতার জন্য রয়েছে।"
Sarthak Pandit