তুফানগঞ্জ মহকুমা পুলিশ সূত্রে জানা যায়, "গতকাল রাতে আনুমানিক প্রায় বারোটা নাগাদ অমিত দেবনাথ নামের ওই যুবক ওই গৃহবধুর বাড়িতে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষেরা এসে বেঁধে রাখে দু'জনকে। তারপর ওই অভিযুক্ত ওই যুবককে গণ পিটুনিকে দেওয়া হয়। পরে তুফানগঞ্জ মহকুমা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ওই যুবক ও গৃহবধূকে। তবে এই ঘটনার কোনও অভিযোগ জমা করা হয়নি তুফানগঞ্জ থানায়। " ওই গৃহবধুর দু'টি সন্তান রয়েছে। একজন সন্তানের বয়স আনুমানিক নয় বছর। এর আগেও ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে পঞ্চায়েতের সালিশি সভা ডাকা হয়েছিল।
advertisement
আরও পড়ুন: শীতে দিঘা নয় যান, হরিখালী! পিকনিক করতে গিয়ে শ্যুটিং দেখাও হয়ে যেতে পারে! জানুন
পঞ্চায়েতের ডাকা সেই সালিশি সভায় দু'জনকেই ভালভাবে থাকার কথা বলা হয়েছিল। তবে তারপরেও দু'জনের মধ্যে কোনরকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই ঘটনার পর রীতিমতো খেপে যায় এলাকার মানুষেরা। এবং অভিযুক্ত ওই যুবক অমিত দেবনাথকে সারা রাত বেঁধে রেখে গণপিটুনি দেওয়া হয়। ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। তাই বাড়িতে থাকা হয় না তার। ভিন রাজ্য থেকেই সংসার খরচের জন্য টাকা পাঠান তিনি। সেই টাকাতেই চলে ওই গৃহবধূর সংসার। তবে এ বিষয় নিয়ে কোনরকম বক্তব্য পাওয়া যায়নি গৃহবধূ স্বামীর।
Sarthak Pandit