এই মন্দিরে ভগবান শিব পূজিত হয়ে আসছেন বহুদিন ধরে। তবে ভগবান শিবের পাশাপাশি এই মন্দিরে দেবী দুর্গার পুজোও হয়ে আসছেন রাজ আমল থেকে। কোচবিহার রাজ্যের মহারাজা নর নারায়নের স্বপ্নে পাওয়া দেবী দুর্গার পুজো শুরু করা হয় এখানে। সেই সময় থেকে আজ পর্যন্ত দেবী দুর্গার পুজো হয়ে আসছে কোচবিহার বানেশ্বর শিব মন্দিরে। তবে এখানের এই পুজোর কিছু বিশেষত্ব রয়েছে। এখানে দেবী দুর্গার মূর্তির পাশে তার সন্তানেরা থাকেন না। থাকেন দেবীর দুই সখি জয়া আর বিজয়া। এছাড়াও দেবীর বাহন হিসাবে এখানে থাকে একটি সাদা সিংহ এবং একটি বাঘ।
advertisement
আরও পড়ুন: কয়েক শো টন ইলিশ মজুত! পুজোয় এবার কম খরচে জমিয়ে খান ইলিশ মাছ! জানুন
এই মন্দিরের দুর্গা পূজার বিষয়ে এখানকার পুরোহিত প্রশান্ত ঝা জানান, "দীর্ঘ রাজ আমল থেকে এই মন্দিরে দুর্গাপুজো হয়ে আসছে। কোচবিহারের রাজার স্বপ্নে দেখতে পাওয়া এই মূর্তি দিয়ে এখানে পুজো করা হয়। এছাড়া এখানের দুর্গা পুজোয় সন্ধি পুজোর সময় পায়রা বলি প্রথা প্রচলিত আছে। প্রচুর দর্শনার্থী আসেন এই মন্দিরে পুজোর সময়।" মন্দিরে ঘুরতে আসা এক ব্যক্তি বিক্রম সাহা বলেন, "রাজ আমলের প্রাচীন এসব মন্দিরে মাঝে মাঝেই ঘুরতে আসতে ভাল লাগে। সুযোগ পেলেই আমি এই মন্দিরে বাড়ির লোকেদের নিয়ে চলে আসি। এখানে আসলে মানসিকভাবে একটা অদ্ভুত শান্তি উপভোগ করি। এছাড়া দুর্গা পুজোর সময় বেশ ভিড় দেখা যায় এখানে।"
Sarthak Pandit