South 24 Parganas News : কয়েক শো টন ইলিশ মজুত! পুজোয় এবার কম খরচে জমিয়ে খান ইলিশ মাছ! জানুন

Last Updated:

South 24 Parganas News : ভোজনরসিক বাঙালির জন‍্য সুখবর, পুজোর বাজারে ইলিশের চাহিদা মেটাবে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার। বেশ সস্তায় জমিয়ে খাওয়া যাবে ইলিশ মাছ!

+
পুজোয়

পুজোয় ইলিশের ঘাটতি মেটাবে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার

#ডায়মন্ডহারবার: ভোজনরসিক বাঙালির জন‍্য সুখবর, পুজোর বাজারে ইলিশের চাহিদা মেটাবে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজার। ইতিমধ্যে সেখানে প্রায় ১৫০ টনেরও বেশি ইলিশ মাছ এসেছে। মজুত করা আছে আরও কয়েকশো টন মাছ। পুজোয় এবার ইলিশ ৭০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হবে। পুজোয় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আগে থেকেই ইলিশ মজুত করা শুরু হয়েছিল। মনে করা হচ্ছিল এবছর পুজোয় ইলিশের ঘাটতি ফ্রিজিং করা মাছ দিয়ে মেটানো যাবে। তবে শেষ কয়েক সপ্তাহ ভাল মাছ বাজারে এসেছে। ফলে পুজোর বাজারে ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে ইলিশ ৭০০ থেকে শুরু করে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পুজোয় সেই দাম কিছুটা বাড়তে পারে। তবে ইলিশের চাহিদায় কোনো ঘাটতি পড়বে না বলে জানানো হয়েছে মৎস‍্যজীবীদের পক্ষ থেকে। শুধু ইলিশ নয় ঘাটতি থাকবে না যে কোনো সামুদ্রিক মাছের। এ নিয়ে ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারের এক মৎস‍্যব‍্যবসায়ী প্রশান্ত বেরা জানান ইলিশ সহ অন‍্যান‍্য সামুদ্রিক মাছ কাকদ্বীপ, নামখানা, রায়দিঘী থেকে এই নগেন্দ্রবাজারে আসে এখানে মাছের বড় বাজার বসে। এখান থেকেই মাছ রাজ‍্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়। শেষ কয়েক সপ্তাহ মাছ ভাল পরিমাণে আসায় পুজোয় মাছের যোগানে ঘাটতি হবেনা বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
এ নিয়ে কাকদ্বীপ মৎস‍্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান পুজোয় ইলিশের চাহিদা অনুযায়ী যোগান দেওয়ার কথা চিন্তা করেই আগে থেকেই মাছগুলিকে সংরক্ষণ করে রাখা হচ্ছিল। বর্তমানে মাছ ভালো পরিমাণে এসেছে। তবুও মাছ কতটা দেওয়া যাবে সেটা চিন্তার বিষয়। তবুও মাছের ঘাটতি হবেনা বলে মনে করা হচ্ছে। মাছ এবার সুলভ মূল‍্যেই পাবেন সবাই।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : কয়েক শো টন ইলিশ মজুত! পুজোয় এবার কম খরচে জমিয়ে খান ইলিশ মাছ! জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement