পুজো আসতেই রেকর্ড গড়ল কলকাতা মেট্রো! ২০২০-র জানুয়ারির পর আবার
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata Metro: সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ২৮ ও ২৯ তারিখ দু'দিনেই যাত্রী সংখ্যার নিরিখে কলকাতা মেট্রোরেল আয় করল এক কোটি টাকা।
#কলকাতা: মেট্রোয় রেকর্ড যাত্রী। দৈনিক আয়ের অঙ্ক ছুঁল এক কোটি টাকা। ২০২০ সালের জানুয়ারি মাসের পর এই ছবি।দক্ষিণেশ্বর - কবি সুভাষ শাখায় এই ছবি। ২৯ সেপ্টেম্বর যাত্রী হল ৭ লাখ ১০ হাজার। ২৮ সেপ্টেম্বর যাত্রী হল ৬ লাখ ৭০ হাজার। আয়ের অঙ্ক ১ কোটি টাকা ছুঁয়েছে। যাত্রী বেড়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোতেও। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ শাখাতেও রেকর্ড যাত্রী। ২৮ সেপ্টেম্বর ৪২ হাজার, ২৯ সেপ্টেম্বর ৪২৭০০ যাত্রী যাতায়াত করেছে।২০২০ সালের জানুয়ারি মাসের পর মেট্রোর এক দিনে আয় এক কোটি টাকার বেশি পৌছে গেল। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ২৮ ও ২৯ তারিখ দু'দিনেই যাত্রী সংখ্যার নিরিখে কলকাতা মেট্রোরেল আয় করল এক কোটি টাকা।
২০২০ সালের ৬ মার্চের পর মেট্রোয় যাত্রী সংখ্যা ৬ লাখের বেশি হয়েছিল চলতি মাসের ১৯ তারিখ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পথে যাত্রী সংখ্যা ছুঁয়ে গিয়েছিল ৬ লাখ ১২ হাজার ৬০৩ জন। পুজো আসতেই যাত্রী ৬ লাখ হওয়ায় খুশি মেট্রো। আর ২৮ সেপ্টেম্বর যাত্রী হল দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পথে ৬ লাখ ৭০ হাজার। ১৯ সেপ্টেম্বর এর আগে ৬ লাখ যাত্রী হয়েছিল উত্তর-দক্ষিণ করিডরে। পিছিয়ে নেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডর। শিয়ালদহ স্টেশন চালু হতেই বাড়ছিল যাত্রী। এবার ১৯ তারিখ যাত্রী সংখ্যা পেরিয়ে গিয়েছিল ৪০ হাজারের গণ্ডি। গত ২৮ সেপ্টেম্বর যাত্রী হল সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে ৪২ হাজার।
advertisement
advertisement
দীর্ঘদিন পরে মেট্রোয় যাত্রীর খরা কাটার আশা দেখছেন আধিকারিকেরা। দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে চলতি বছরের জুন মাসে এক বার পাঁচ লক্ষের গণ্ডি পেরিয়েছিল মেট্রো। তার আগের কয়েক মাসে যাত্রী সংখ্যা ঘোরাফেরা করেছে সাড়ে চার থেকে পাঁচ লক্ষের মধ্যে।দৈনিক যাত্রী সংখ্যার নিরিখে জুনে এক বার পাঁচ লক্ষের গণ্ডি কোনওমতে পার হলেও চলতি মাসে সেই প্রবণতা ক্রমেই ঊর্ধ্বমুখী। গত ৬ জুলাই উত্তর-দক্ষিণ মেট্রোয় সফর করেছেন ৫ লক্ষ ৭০ হাজার যাত্রী। তার পরের দিন ওই সংখ্যা ছিল পাঁচ লক্ষ চার হাজার। ২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিনে মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৫ লক্ষ ২ হাজার। পরের দিন তা এক লাফে পৌঁছয় ৫ লক্ষ ৩১ হাজারের কোঠায়।
advertisement
মেট্রো সূত্রের খবর, অতিমারি পর্বের তুলনায় এখনও গড়ে এক লক্ষ ১০ হাজার যাত্রী কম সফর করছেন। তবে পুজো এগিয়ে আসায় দীর্ঘ দিনের খরা কাটার সম্ভাবনা দেখা দিচ্ছে। ব্যবসায়িক প্রয়োজন-সহ আরও নানা কাজে মানুষের কলকাতা আসার প্রবণতা বাড়ছে। নিয়মিত যাত্রীদের পাশাপাশি বাড়তে শুরু করেছে টোকেন ব্যবহার করে সফর করেন, এমন যাত্রীদের সংখ্যাও। রেল এবং মেট্রো আধিকারিকদের মতে, অতিমারির প্রভাবে যাত্রীদের একাংশ এখনও আগের যাতায়াতের মাধ্যমে ফিরে আসেননি। অনেকে মনে করছেন, অতিমারি-পর্বে কাজ হারানো এর অন্যতম কারণ।
advertisement
বেশ কিছু যাত্রী বাইক, স্কুটার ব্যবহার করায় মেট্রোয় তাঁদেরও আনাগোনা অনিয়মিত। তবে পুজো এগিয়ে আসায় অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর বৃদ্ধি পাওয়াকে যাত্রী সংখ্যা ঊর্ধ্বমুখী হওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন মেট্রোর আধিকারিকেরা। তুলনায় ইস্ট-ওয়েস্ট মেট্রোয় আশাতীত সাফল্য চোখে পড়ছে আধিকারিকদের। শিয়ালদহ স্টেশন পর্যন্ত পরিষেবা সম্প্রসারিত হওয়ার পরে দৈনিক ৩৫ হাজার যাত্রী মিলবে বলে আশা করেছিলেন সংস্থার কর্তারা। গত ১৪ জুলাই পরিষেবা শুরু হওয়ার পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী সংখ্যা গড়ে ৩০-৩৬ হাজারের মধ্যে থাকছে। তবে ২০ জুলাই ওই মেট্রোয় ৪৩ হাজার যাত্রী সফর করেছেন। মেট্রো সূত্রের খবর, সেক্টর ফাইভ যাওয়ার জন্য যাত্রীদের বড় অংশ বিধাননগর রোড স্টেশনে নেমে অটো বা বাস বেছে নেওয়ার বদলে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে প্রাধান্য দিচ্ছেন। পাশাপাশি, রাত সাড়ে ৯টা পর্যন্ত পরিষেবা চালু থাকায় সেক্টর ফাইভ থেকে ফিরতি পথেও যাত্রী বাড়ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 30, 2022 12:43 PM IST