TRENDING:

Cooch Behar News: ৫০-৬০ হাজারি দক্ষিণ আমেরিকার এক একটা পাখি, বর্ডার দিয়ে হয়ে যাচ্ছিল পাচার

Last Updated:

সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির ১২টি পাখি! তুলে দেওয়া হল বন দফতরের হাতে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেখলিগঞ্জ: কোচবিহার জেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার দক্ষিণ-পূর্ব আমেরিকার দুটি তোতাপাখি এবং ১০টি গোল্ডেন পায়রা। মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত থেকে পাখিগুলো উদ্ধার করে বর্ডার সিকিউরিটির ফোর্স। বিএসএফ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, এই দুর্লভ পাখিগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার করার কথা ছিল। সময়মতো সেই পাচারের তথ্য পাওয়া এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে ভারত থেকে বাংলাদেশে পাখি গুলি পাচারের চেষ্টা ব্যর্থ হয়। তবে পাচারকারীরা সকলেই পালিয়ে যায়।
সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির ১২টি পাখি!
সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির ১২টি পাখি!
advertisement

বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং জানিয়েছেন, "গোপন সূত্রে খবর পেয়ে কুচলিবাড়ির বাজেজামা বিওপির জওয়ানরা একটি অভিযানে নামা। তারপরে এই বিরল প্রজাতীর পাখি গুলিকে উদ্ধার করা হয়। পাখি গুলিকে উদ্ধার করা গেলেও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীদের দল। তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর এই বিরল পাখিগুলিকে কোচবিহার বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।"

advertisement

আরও পড়ুন- বাইকের পিছনে বসে ছিলেন স্ত্রী, স্বামীর ২ লক্ষ টাকা ছিনতাই হতেই, মোবাইলে পটাপট ছবি তুললেন, তারপর...

দক্ষিণ-পূর্ব আমেরিকার সান কনুর প্রজাতির তোতাপাখি কীভাবে এখানে এল সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই সম্পূর্ন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

View More

আরও পড়ুন -  North Bengal: যেখানে সেখানে ভল্লুকের অত্যাচার, আতঙ্কে মানুষ, নতুনভাবে ভাবছে বন দফতর

advertisement

বন বিভাগের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,  উদ্ধার হওয়া এক একটি পাখির দাম আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। অনেক ধরনের কনুয়ার পাখি পাওয়া হয়।  এদের দুর্লভতার কারণে এদের দাম অনেক বেশি হয়ে থাকে। পাখির প্রাপ্যতার উপর নির্ভর করে এর দামও পরিবর্তিত হয়। বিরল প্রজাতির দাম অনেকটাই বেশি হয়। বন দফতর সূত্রে জানানো হয়েছে  উদ্ধার হওয়া পাখি গুলিকে বিএসএফ কাছ থেকে আপাতত বন দফতরের আওতায় নিয়ে আসা হয়েছে। পাখি গুলির পর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে সেগুলিকে কোথায় পাঠানো হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: ৫০-৬০ হাজারি দক্ষিণ আমেরিকার এক একটা পাখি, বর্ডার দিয়ে হয়ে যাচ্ছিল পাচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল