TRENDING:

Cooch Behar News: দ্রুত শুরু হতে চলেছে সুইমিং পুল! খুশি কোচবিহারবাসী

Last Updated:

এতদিন কোচবিহার জেলায় একমাত্র সুইমিং পুল ছিল তুফানগঞ্জ মহকুমা এলাকায়। তবে সেই সুইমিং পুল সকলে ব্যবহার করতে পারতেন না। দূরত্বের কারণেই হোক কিংবা হোক সুইমিং পুলের সঠিক পরিচর্যার অভাব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোচবিহার : এতদিন কোচবিহার জেলায় একমাত্র সুইমিং পুল ছিল তুফানগঞ্জ মহকুমা এলাকায়। তবে সেই সুইমিং পুল সকলে ব্যবহার করতে পারতেন না। দূরত্বের কারণেই হোক কিংবা হোক সুইমিং পুলের সঠিক পরিচর্যার অভাব। সকল দিক থেকেই এই সুইমিং পুল প্রতিকূল হয়ে উঠেছিল কোচবিহারের মানুষদের জন্য। তবে সরকারি উদ্যোগে নতুন একটি সুইমিং পুল তৈরি করা হচ্ছে কোচবিহার সদর শহরের মধ্যবর্তী স্থানে। এই সুইমিং পুল তৈরি করা হচ্ছে কোচবিহার রাজবাড়ি লাগোয়া স্টেডিয়ামের একদম কোনার দিকে।
advertisement

এই সুইমিং পুলের মধ্যে থাকছে সাঁতার শেখানো থেকে শুরু করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থাও। কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক শিশির সরকার বলেন, "কোচবিহার জেলার সদর শহরে এতদিন কোন সুইমিং পুল ছিল না। তাই একপ্রকার বাধ্য হই কুচবিহারের সাধারণ মানুষদের বিভিন্ন পুকুর কিংবা নদীতে গিয়ে সাঁতার শিখতে হতো। তবে এই সুইমিং পুল তৈরি হওয়ায় কারণে সুবিধে হবে কোচবিহারের মানুষদের।

advertisement

আরও পড়ুনঃ তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে আবর্জনা! ক্ষোভ রোগীর আত্মীয়দের

এছাড়াও এখানে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হবে। দ্রুত শুরু করা হবে এই সুইমিং পুল। সেই মর্মে এই সুইমিং পুল নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।" কোচবিহার সদর শহরের মানুষদের কাছে এই নতুন সুইমিং পুল প্রাপ্তি খুশির একটি অন্য মাত্রা যোগ করতে চলেছে। ভবিষ্যত দিন গুলিতে সাঁতার সম্বন্ধিত প্রচুর সুযোগ-সুবিধা পেতে চলেছে কোচবিহারের মানুষেরা। অধিকাংশ কোচবিহারবাসিরর বক্তব্য, কোচবিহার সদর শহরের বুকে এমন একটা সুইমিং পুল থাকলে সত্যি খুব উপকার হবে সকলের।

advertisement

View More

আরও পড়ুনঃ শীতের মরশুমে নতুন করে সাজিয়ে তোলা হোক খোল্টা ইকো পার্ক! দাবী পর্যটকদের

সাঁতার শেখা হোক কিংবা হোক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উভয় ক্ষেত্রে দারুন সুবিধা হবে কোচবিহারের মানুষের। এতদিন কোচবিহার তুফানগঞ্জ মহকুমা এলাকায় একটি সুইমিং পুল থাকলেও তা সকলে ব্যবহার করতে পারতেন না। অনেকটাই দূরে অবস্থিত হওয়ার কারণে এই সুইমিংপুল ব্যবহার করতে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। তবে শহরের একদম প্রাণকেন্দ্রে সুইমিং পুল তৈরি হওয়ার কারণে আপামার কোচবিহারবাসি অনেকটাই খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: দ্রুত শুরু হতে চলেছে সুইমিং পুল! খুশি কোচবিহারবাসী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল