এই সুইমিং পুলের মধ্যে থাকছে সাঁতার শেখানো থেকে শুরু করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের ব্যবস্থাও। কোচবিহার ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক শিশির সরকার বলেন, "কোচবিহার জেলার সদর শহরে এতদিন কোন সুইমিং পুল ছিল না। তাই একপ্রকার বাধ্য হই কুচবিহারের সাধারণ মানুষদের বিভিন্ন পুকুর কিংবা নদীতে গিয়ে সাঁতার শিখতে হতো। তবে এই সুইমিং পুল তৈরি হওয়ায় কারণে সুবিধে হবে কোচবিহারের মানুষদের।
advertisement
আরও পড়ুনঃ তুফানগঞ্জ মহকুমা হাসপাতাল চত্বরে পড়ে রয়েছে আবর্জনা! ক্ষোভ রোগীর আত্মীয়দের
এছাড়াও এখানে প্রতিযোগিতামূলক বিভিন্ন অনুষ্ঠানও আয়োজন করা হবে। দ্রুত শুরু করা হবে এই সুইমিং পুল। সেই মর্মে এই সুইমিং পুল নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে।" কোচবিহার সদর শহরের মানুষদের কাছে এই নতুন সুইমিং পুল প্রাপ্তি খুশির একটি অন্য মাত্রা যোগ করতে চলেছে। ভবিষ্যত দিন গুলিতে সাঁতার সম্বন্ধিত প্রচুর সুযোগ-সুবিধা পেতে চলেছে কোচবিহারের মানুষেরা। অধিকাংশ কোচবিহারবাসিরর বক্তব্য, কোচবিহার সদর শহরের বুকে এমন একটা সুইমিং পুল থাকলে সত্যি খুব উপকার হবে সকলের।
আরও পড়ুনঃ শীতের মরশুমে নতুন করে সাজিয়ে তোলা হোক খোল্টা ইকো পার্ক! দাবী পর্যটকদের
সাঁতার শেখা হোক কিংবা হোক বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উভয় ক্ষেত্রে দারুন সুবিধা হবে কোচবিহারের মানুষের। এতদিন কোচবিহার তুফানগঞ্জ মহকুমা এলাকায় একটি সুইমিং পুল থাকলেও তা সকলে ব্যবহার করতে পারতেন না। অনেকটাই দূরে অবস্থিত হওয়ার কারণে এই সুইমিংপুল ব্যবহার করতে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। তবে শহরের একদম প্রাণকেন্দ্রে সুইমিং পুল তৈরি হওয়ার কারণে আপামার কোচবিহারবাসি অনেকটাই খুশি।
Sarthak Pandit