আরও পড়ুন: মঙ্গলা হাটের দিন পরিবর্তনের বিরোধিতা
বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়ের এক ছাত্র সায়ন্তন নাগ জানান, নতুন ভবন কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হলেও সেখানে এখনও বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়নি। এছড়াও বেশ কিছু কক্ষে দরজা-জানালা লাগানো নেই। সম্পূর্ন তৈরি করা হয়নি শৌচাগার। এই পরিস্থিতিতে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ ছাড়া ওই কক্ষে ক্লাস করা সম্ভব নয়। ফলে নতুন ভবন তৈরি হলেও তা এক্ষুণি কাজে লাগানো কঠিন।
advertisement
কলেজের অধ্যক্ষ নরেন্দ্রনাথ রায় জানান, ভবনটি একমাস আগেই হস্তান্তর করা হয়েছে কলেজকে। তবে এখনও বেশ কিছু কাজ বাকি আছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, এমনটাই দাবি অধ্যক্ষের। কবে কলেজের নতুন ভবনের কাজ সম্পূর্ণ হয় সেই দিকেই তাকিয়ে বসে আছেন শিক্ষক থেকে শুরু করে পড়ুয়া সকলে।
সার্থক পণ্ডিত