উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডেকে পাঠানো হয় ছেলে ও মেয়েকে। শোনা হয় তাদের দুজনের বক্তব্য। তারপর সকলে মিলে সিদ্ধান্ত গ্রহণ করেন দুজনের বিয়ে করিয়ে দেওয়া হবে। এলকার পঞ্চায়েত সদস্য বাবলু সরকার জানান,
"দুই পক্ষের কথা শোনার পর সব বিষয়দেখে এলাকার সকলে সিদ্ধান্ত নেন ছেলে ও মেয়ের বিয়ে দেওয়া হবে। সভা শেষে কাজী ডেকে কলমা পরিয়ে দুজনের পরিবারের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয় দুজনের। ভবিষ্যত দিনে যাতে তারা দুজনে মিলে সুখে সংসার করতে পারে সেই বিষয়ে দুই পরিবারকে বুঝিয়ে বলা হয়েছে।"
advertisement
এলাকার এক প্রবীণ নাগরিক শাহিনুর হোসেন জানান, "দুই পরিবারের এবং ছেলে ও মেয়ের সমত্তিতে দুজনের বিয়ে সম্পন্ন করা হয়েছে। সমস্ত সামাজিক নিয়ম ও আইন মেনে বিয়ে করানো হয়েছে দুজনের। দুই পরিবার যাতে ভবিষ্যত দিনে সুখে শান্তিতে থাকতে পারে সেই বিষয়ে লক্ষ্য রেখেই সকলে মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: এক ফোনে পেয়ে যাবেন কুড়ি টাকায় মোমো! ফ্রি হোম ডেলিভারি
আগামী দিনে তারা দুজনেই সুখে শান্তিতে সংসার করুক আমরা এলাকার মানুষেরা তাই চাই।" তবে এই মীমাংসা সভা চলাকালীন এলাকার মানুষেরা বারংবার মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করে দুজনের বিয়ের দাবি জানিয়ে এসেছেন। যদিও পরে উভয় পরিবারের মানুষেরা বিয়ের কথাতে সম্মতি জানান।
Sarthak Pandit