অন্য কোনরকম ভাবে যাতে নদীর জল দূষণের শিকার না হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এদিন ক্রিসমাসের আগে এক পরিবেশ প্রেমী সংগঠন নদীর প্রতি সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়েছিল কোচবিহার ২ নং কালীঘাট এলাকায়। নদীর ধরে যত ধরনের প্লাস্টিক এবং আবর্জনা পড়ে ছিল। সেই সব তারা পরিষ্কার করে দেয়। সমস্ত আবর্জনা কে বস্তায় ভরে তাঁরা নদীর ধার থেকে তুলে নিয়ে আসে।
advertisement
এবং আশপাশের এলাকার মানুষদের কাছে আবেদন জানানো হয় যাতে নদীতে কোনরকম প্লাস্টিক দ্রব্য না ফেলা হয়। সেই মর্মে তারা লিফলেট বিলি করেন হয়েছে কাছে। এছাড়াও বড়দিন উপলক্ষে বাচ্চাদের হাতে চকলেট এবং পেন তুলে দেওয়া হয়। সংগঠনের এক সদস্য সমীর রাউত বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে এদিন তাঁরা কোচবিহারের লাইফ লাইন তোর্সা নদীকে দূষণ মুক্ত করার অঙ্গীকার নিয়েছেন।
সেই মর্মে এদের নদীর ধারে সমস্ত নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়াও সমস্ত নাগরিকদের এটা বোঝানো হয় যে নদীকে নোংরা করলে এবং দূষণ করলে সকলের ভবিষ্যৎ সময়ে নানান সমস্যা হতে পারে। বড়দিনে নদীকে কেউ নোংরা করব না এই হোক সবার নতুন করে তোর্সা রক্ষার অঙ্গীকার।
Sarthak Pandit