স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শতাব্দী প্রাচীন বিশাল আকারের বট গাছ ভেঙে পড়ার ফলে বাজারে উপস্থিত মানুষজনের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। যদিও গোটা ঘটনায় তৎপরতার সঙ্গে গোটা পরিস্থিতি মোকাবিলা করেছে মাথাভাঙা পৌরসভা।
আরও পড়ুন: নেশায় মত্ত স্বামীকে রড, বল্লম দিয়ে মারধর করে থানায় ছুট স্ত্রীর, পরে ভয়ানক পরিণতি
advertisement
দ্রুত মাথাভাঙা থানা ও দমকল বাহিনীর দফতরে খবর দেওয়া হয়। এছাড়াও খবর পাঠানো হয় বন দফতরের কাছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও দমকল এবং বন দফতরের কর্মীরা। সকলের সহায়তায় দ্রুত গাছটির কিছুটা অংশ এলাকা থেকে সরিয়ে ফেলা সম্ভব হয়।
মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানান, দীর্ঘ সময় ধরে এই শতাব্দী প্রাচীন বট গাছটির ভিতরের অংশে পঁচন ধরে নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই গাছটি যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা ছিল। তবে এই ভাবে আচমকা ভেঙে পড়ার ফলে বেশ ক্ষতি হয়েছে। বাজারের দু’টি দোকানের পাশাপাশি মার্কেট কমপ্লেক্সের ছাদের কিছুটা অংশ ভেঙে গিয়েছে। তবে কোনও মানুষ আহত হননি। সেটাই আশার বিষয়।
Sarthak Pandit