পরপর দুর্ঘটনা ঘটায় এই বাইপাস নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কোচবিহারের লাগোয়া এলাকার বাসিন্দারা। কয়েকদিন আগেই রাতের অন্ধকারে বিএসএফ জওয়ানদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি টেলিকম সংস্থার গাড়ির। তার পরও হুঁশ ফেরেনি জেলা প্রশাসনের, এমনই দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন: রেড ভলেন্টিয়ার থেকে ভোটের ময়দানে, ছাত্রীর বিপক্ষে হেভিওয়েটের লড়াই
advertisement
তোর্সা বাঁধের বাইপাসের পাশেই বাড়ি আব্দুল সাত্তারের। এই রাস্তা নিয়ে ক্ষুব্ধ ওই ব্যক্তি জানান, এই রাস্তার ওপর দিয়ে যে গতিতে যানবাহন চলাচল করে তাতে রীতিমত আতঙ্কে থাকতে হয়। মাঝে মধ্যেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটে। তবুও পর্যাপ্ত পরিমাণে স্পিড ব্রেকার ও পুলিশি নজরদারির অভাব থেকে গিয়েছে। একের পর এক ঘটনা ঘটার পরও প্রশাসনের কোনও হেল্প নেই।
কোচবিহার খবর (Cooch Behar News)
এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করা বাইক আরোহী উৎসব তালুকদার বলেন, এই রাস্তার পাশে চালকদের জন্য গতিবেগ নিয়ন্ত্রণের বোর্ড লাগানো আছে। তাতে লেখা আছে ঘণ্টায় ২০ কিমি গতিবেগের মধ্যে গাড়ি চালাতে হবে। কিন্তু অনেকেই তা মানেন না। যার ফলে মাঝেমধ্যেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটছে। প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না করলে আগামী দিনে বিপদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
সার্থক পণ্ডিত