Panchayat Election 2023: রেড ভলেন্টিয়ার থেকে ভোটের ময়দানে, ছাত্রীর বিপক্ষে হেভিওয়েটের লড়াই
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
তিনি কলেজ ছাত্রী, করোনার সময় রেড ভলেন্টিয়ার হিসেবে ঝাঁপিয়ে পড়েন মানুষের পাশে দাঁড়াতে। সেই শীর্ষা মজুমদার এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়নগরে সিপিএমের প্রার্থী।
দক্ষিণ ২৪পরগনা: রেড ভলেন্টিয়ার থেকে একবারে ভোটের ময়দানে। জয়নগর পঞ্চায়েত সমিতির আসনে সিপিএম প্রার্থী করেছে কলেজ ছাত্রী শীর্ষা মজুমদারকে। জয়নগর পঞ্চায়েত সমিতির ২ নম্বর আসনে দাঁড়িয়েছেন শীর্ষা। জেলার মধ্যে এই আসনের লড়াই ইতিমধ্যে নজর কেড়েছে। কারণ তাঁর বিপক্ষে যে তৃণমূল প্রার্থী আছেন তিনি এলাকায় হেভিওয়েট বলেই পরিচিত। তৃণমূল ব্লক সভাপতির স্ত্রী ঋতুপর্ণা বিশ্বাস প্রার্থী হয়েছেন ওই একই আসনে।
কৃতি ছাত্রী শীর্ষা ফার্মাসিতে সবে এমএসসি শেষ করেছেন। করোনার সময় রেড ভলেন্টিয়ারের সদস্য হিসাবে তিনি এলাকায় রীতিমতো সক্রিয় ছিলেন। কিন্তু এবার সরাসরি ভোট ময়দানে প্রার্থী হিসেবে নেমে পড়া নিয়ে শীর্ষা বললেন, ছাত্র সংগঠনের সঙ্গে বহুদিন ধরে যুক্ত। করোনার সময় রাজ্যজুড়ে রেড ভলেন্টিয়াররা যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাতে আমিও শামিল ছিলাম। দক্ষিণ ২৪ পরগনা জেলায় মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি অসহায়ের পাশে গিয়ে দাঁড়ানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল সঙ্গী কমরেডরা। সেই লড়াইয়ের মানসিকতা নিয়েই পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছি।
advertisement
advertisement
শীর্ষা তাঁর প্রচারে দলীয় সহকর্মীদের পাশাপাশি সব সময় পাশে পাচ্ছেন বাবাকে। প্রতিদিন দক্ষিণ বারাসত পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মীদের নিয়ে জোরদার প্রচার করছেন তিনি। করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার হিসেবে যেভাবে মানুষের পাশে ছিলেন ভোটে জিতলে সেভাবেই পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। শনিবার দলীয় কর্মীদের নিয়ে এলাকায় ঘুরে ঘুরে নমুনা ব্যালট দেখিয়ে কীভাবে ভোট দিতে হবে তা গ্রামীণ ভোটারদের বোঝাতে দেখা গেল এই নতুন প্রজন্মের বাম প্রার্থীকে।
advertisement
অন্যদিকে শীর্ষার বিপক্ষে যিনি আছেন সেই হেভিওয়েট ঋতুপর্ণা বিশ্বাস’ও এই প্রথম ভোটে দাঁড়িয়েছেন। তাঁর প্রচারের হাতিয়ার রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ও উন্নয়নমূলক কাজের খতিয়ান। রাজনৈতিক মহলের ধারণা, জয়নগরের এই আসনটিতে এবারের পঞ্চায়েত নির্বাচনে জমজমাট লড়াই হবে।
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 4:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: রেড ভলেন্টিয়ার থেকে ভোটের ময়দানে, ছাত্রীর বিপক্ষে হেভিওয়েটের লড়াই