Hooghly News: নৃশংস! মুরগি রক্ষা করতে রাস্তার কুকুরের সঙ্গে এ কী করলেন যুবক! শিউরে উঠছেন স্থানীয়রা

Last Updated:

Hooghly news: স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ কাউ জানান, নৃশংসভাবে সারমেয়টিকে মারা হয়। লোহার শিকের খোঁচায় যন্ত্রণায় ছটফট করছিল। পাড়ার ছেলেরা ডাক্তার ডেকে আনে।

+
রাস্তার

রাস্তার কুকুরের উপর অমানবিক অত্যাচার

হুগলি: হুগলির শেওড়াফুলিতে ভয়ঙ্কর অমানবিক ঘটনা। একটি সারমেয়কে খুন করার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পুলিশের হাতে গ্রেফতার ওই যুবক। তাঁর নাম, বাবলু পাল। স্থানীয় সূত্রে খবর, শেওড়াফুলির বিধানপল্লির বাসিন্দা বাবলুর বাড়িতে মুরগির খাঁচা থেকে মুরগি মেরে খায় রাস্তার একটি কুকুর। এতে রেগে গিয়েই সেই সারমেয়কে লোহার শিক দিয়ে আঘাত করেন বাবুল।
সারমেয়র চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে যান। তাঁরা দেখেন, লোহার শিক গেঁথে দেওয়া হয়েছে সারমেয়টির গায়ে। স্থানীয়রা পশু চিকিৎসককে ডেকে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সারমেয়র শরীর থেকে লোহার শিকটি বের করেন। গত মঙ্গলবার বিকালের এই অমানবিক ঘটনায় শেওড়াফুলি বিধানপল্লি এলাকার বাসিন্দারা প্রতিবাদে সরব হন।
advertisement
advertisement
শেওড়াফুলি ফাঁড়ি এবং শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাবলুর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত অভিযোগের পর শ্রীরামপুর থানার পুলিশ বাবলু পালকে আটক করে। পুলিশ তাঁকে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে পেশ করে।
advertisement
স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ কাউ জানান, নৃশংসভাবে সারমেয়টিকে মারা হয়। লোহার শিকের খোঁচায় যন্ত্রণায় ছটফট করছিল। পাড়ার ছেলেরা ডাক্তার ডেকে আনে। ইঞ্জেকশন দেওয়া হয়। সারমেয়টিকে সুস্থ করে তোলার জন্য সবাই চেষ্টা করে। এ ধরনের অমানবিক কাজ যে করেছে, তার শাস্তি হোক বলেন। অবলা প্রাণিদের যেন এভাবে কেউ না মারে।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: নৃশংস! মুরগি রক্ষা করতে রাস্তার কুকুরের সঙ্গে এ কী করলেন যুবক! শিউরে উঠছেন স্থানীয়রা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement