TRENDING:

Coochbehar News: ঝাড়ু তৈরির পেশা পরিযায়ী শ্রমিক হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে

Last Updated:

বাড়িতে বসে ঝাড়ু তৈরি করে আর্থিক স্বনির্ভরতা খুঁজে পাচ্ছেন অনেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ঘর ঝাড়তে হোক কিংবা বাড়ির কোন‌ও জায়গার নোংরা-আবর্জনা পরিষ্কার করতে, প্রত্যেক বাড়িতেই ঝাঁটা বা ঝাড়ু প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের ঝাড়ু বাড়িতে বাড়িতে দেখতে পাওয়া যায়। তবে এর মধ্যে বেশি প্রচলিত হল ফুল ঝাড়ু বা নারকেল কাঠির ঝাড়ু। কোচবিহার জেলার টাপুরহাট এলাকায় ৪০ থেকে ৫০টি পরিবার বিভিন্ন ধরনের ঝাড়ু তৈরি করে রোজগার করছে। এই ঝাড়ু তৈরি করার মধ্যে দিয়ে পরিবারগুলি আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠেছে। দীর্ঘ বেশ কয়েকবছর ধরে নারকেল কাঠির ঝাড়ু, ফুল ঝাড়ু ও ছনের ঝাড়ু বানিয়ে চলেছে তারা। এই পরিবারগুলির তৈরি ঝাড়ু বিক্রি হচ্ছে জেলার পাশাপশি প্রতিবেশী অসমেও।
advertisement

আরও পড়ুন: চা বাগানের অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স

ঝাড়ু তৈরির কারিগর মজনু মিঁয়া জানান, টাপুরহাট এলাকার বেশিরভাগ মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত। এখানে মূলত গরিবদের বসবাস। তাই এলাকায় বিকল্প জীবিকা হিসেবে উঠে এসেছে এই ঝাড়ু তৈরির কাজ। এতে অনেকেই আর্থিকভাবে স্বনির্ভরতা খুঁজে পেয়েছেন।

advertisement

View More

স্থানীয় বাসিন্দা কবীর হোসেন বলেন, বর্তমান সময়ে জেলার মধ্যে কাজের খোঁজ না থাকার ফলে একপ্রকার বাধ্য হয়ে বহু মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে যেতে হয়। তবে ঝাড়ু তৈরির কাজের মাধ্যমে অনেকের রোজগারের বিকল্প দিশা খুঁজে পেয়েছেন। ফলে তাঁদের আর পরিযায়ী শ্রমিক হতে হয়নি। আগামী দিনে এই কাজে আরও বেশি মানুষ যুক্ত হতে পারলে আরও ভাল হবে বলে জানান তিনি। এই ঝাড়ু তৈরি করে দৈনিক এক একজন কারিগরের ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ঝাড়ু তৈরির পেশা পরিযায়ী শ্রমিক হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল