Alipurduar News: চা বাগানের অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স

Last Updated:

চা বাগানের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য চালু করা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা

+
title=

আলিপুরদুয়ার: বক্সা পাহাড়ের জন‍্য পালকি অ‍্যাম্বুলেন্স প্রথমেই ছিল। এবারে চা বাগানের জন‍্য আলিপুরদুয়ার জেলা প্রশাসন বাইক অ্যাম্বুলেন্স চালু করার উদ্যোগ নিল। এর ফলে চা শ্রমিকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হবে।
বক্সা পাহাড়ে সাফল্যের সঙ্গে পালকি অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছে। এরপর এবার ডুয়ার্সের চা বাগানে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স। পদ্মশ্রী করিমুল হকের দৌলতে বাইক অ্যাম্বুলেন্সের নাম দেশ বিদেশে অনেকেই শুনেছেন। দুর্গম ডুয়ার্সের চা বলয়ে হাজার হাজার মানুষকে এই বাইক অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে পদ্মশ্রী সম্মান পেয়েছেন করিমুল হক। এবার সেই মডেলকে আলিপুরদুয়ারের প্রত‍্যন্ত চা বলয়ে কাজে লাগাতে চলেছে জেলা প্রশাসন। এলাকার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে বাইক অ্যাম্বুলেন্স চালু করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ডুয়ার্সের চা বলয়ের মানুষদের চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থায় অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করতে জেলা প্রশাসনের তরফ থেকে পাঁচটি চা বাগানকে খুব শীঘ্রই দেওয়া হবে এই বাইক অ্যাম্বুলেন্স।
advertisement
advertisement
এই বাইক অ্যাম্বুলেন্সগুলো থাকবে চা বাগান কর্তৃপক্ষের অধীনে। তারাই এই অ্যাম্বুলেন্সগুলোকে পরিচালনা করবে। প্রথম অবস্থায় কুমারগ্রামের নিউল্যান্ডস, কালচিনি ব্লকের মেচপাড়া, তোর্ষা, আলিপুরদুয়ার-২ ব্লকের ধওলাঝোরা ও মাঝেরডাবরি চা বাগানকে এই বাইক অ্যাম্বুলেন্স দেওয়া হবে। এমনিতেই চা বাগানগুলোতে গাড়ি কম তারপর অ্যাম্বুলেন্স থাকলেও চা বাগানের সব শ্রমিক মহল্লায় সরু ও দুর্গম রাস্তার কারণে তা প্রবেশ করতে পারে না। সেই জায়গায় বাইক অ্যাম্বুলেন্স সহজেই চলাফেরা করতে পারবে। অনেক সময় রাত বিরেতে অ্যাম্বুলেন্স থাকলেও ড্রাইভার পাওয়া যায় না। সেই সমস্যাও দূর করবে বাইক অ্যাম্বুলেন্স। জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা জানান, কারোর অবস্থা খারাপ হলে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যাবে বাইক আ্যম্বুলেন্সের মাধ‍্যমে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চা বাগানের অসুস্থ শ্রমিকদের নিয়ে হাসপাতালে ছুটবে বাইক অ্যাম্বুলেন্স
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement