TRENDING:

Biriyani Special Offer: বিরিয়ানির দোকানে নতুন চমক! ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিরাট ছাড়

Last Updated:

কোচবিহারের দিনহাটা মহকুমার এক বিরিয়ানির দোকান আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সকলের মাঝে। মূলত ভ্যালেন্টাইন ডে-এর আনন্দ উদযাপন করতেই এই আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিনহাটা: বিরিয়ানি খেতে সকল মানুষই দারুণ পছন্দ করে থাকেন। এই বিরিয়ানি মূলত বাঙালিদের খাদ্য না হলেও। বর্তমান সময়ে বাঙালি সমাজেও এই খাবারের প্রচলন দেখতে পাওয়া যায়। কোচবিহারের দিনহাটা মহকুমার এক বিরিয়ানির দোকান আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সকলের মাঝে। মূলত ভ্যালেন্টাইন ডে-এর আনন্দ উদযাপন করতেই এই আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। ভালোবাসার এই বিশেষ দিনটিকে উদযাপন করতে বহু মানুষ নিজের প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে বেরিয়ে থাকেন। ঘুরতে বেরোনো মানেই খাওয়া-দাওয়ার পর্ব তো থাকছেই। তবে সেই খাওয়া-দাওয়া করতে যাতে মধ্যবিত্তের পকেটে চাপ না পরে। মূলত সেই কথাটা মাথায় রেখেই এই আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে।
advertisement

আরও পড়ুন: কলকাতাতেই গোপনে Rekha-কে বিয়ে! দু-দুটো 'অ্যাফেয়ার'! চার-চারটে 'Marriage'! তবুও সুখী হননি এই অভিনেতা! এমনই ছিল তাঁর প্রেম জীবন!

বিরিয়ানির দোকানের মালিক দীপক বর্মন জানান, \"কিছুদিন আগে তাদের এই দোকানের শুভ আরম্ভ করা হয়। কোচবিহারে সর্বপ্রথম তাদের এই দোকানেই কলাপাতায় বিরিয়ানি পাওয়া যায়। তবে এই দোকানের চাহিদা সকলের মাঝে বাড়াতে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই বিশেষ অফার দেওয়া হচ্ছে। এই আকর্ষণীয় অফার চলবে ১৬ফেব্রুয়ারি পর্যন্ত। যেকোনো ধরনের তিনটি বিরিয়ানি কিনলে একটি বিরিয়ানি একেবারে বিনামূল্যে দেওয়া হবে।\" আকর্ষণীয় এই অফারটি পেতে ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছেন এই বিরিয়ানির দোকানের মধ্যে। এই বিরিয়ানির দোকানের বিরিয়ানির স্বাদ অন্যান্য সকল বিরিয়ানির দোকানের থেকে একেবারেই আলাদা।

advertisement

আরও পড়ুন: ধন-সম্পদে ভরবে জীবন! সুখের সাগরে ভাসবেন! 'বাসি রুটিই' বদলে দেবে ভাগ্য! মেনেই দেখুন না ৬ সহজ টোটকা

বিরিয়ানির দোকানের একজন গ্রাহক ধনেশ্বর বর্মন জানান, "তিনি একজন ব্যাংকের কর্মী। প্রতিদিন দুপুরে খাওয়ায় খেতে তিনি বিভিন্ন খাবার দোকানে গিয়ে থাকেন। তবে নতুন শুরু হওয়া এই বিরিয়ানির দোকানের আকর্ষণীয় অফারটি দেখে তিনি এই দোকানে খেতে এসেছেন। এই দোকানের বিরিয়ানির স্বাদ অন্যান্য দোকানের বিরিয়ানির স্বাদের তুলনায় অনেকটাই বেশি। এবং দামও রয়েছে একেবারে সকলের সাধ্যের মধ্যেই।" জেলা শহর কোচবিহার জুড়ে বহু বিরিয়ানির দোকান থাকলেও এই বিরিয়ানির দোকানের জনপ্রিয়তা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। প্রচুর মানুষ দোকান শুরুর সময় থেকে শেষ সময় পর্যন্ত ভিড় জমাচ্ছেন এই দোকানের মধ্যে। স্বাদে, গুনে এবং গন্ধে এই বিরিয়ানি যে কোন মানুষের মন ছুঁয়ে যাবে তা নিশ্চিত ভাবে বলা সম্ভব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/কোচবিহার/
Biriyani Special Offer: বিরিয়ানির দোকানে নতুন চমক! ভ্যালেন্টাইন ডে উপলক্ষে বিরাট ছাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল