একসময় মুম্বই ইন্ডাস্ট্রির অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলিউড অভিনেতা বিনোদ মেহরা। বিনোদ মেহরার জন্মদিন ১৩ ফেব্রুয়ারি। ১৯৪৫ সালের এই দিনেই লাহোরে জন্মগ্রহণ করেন অভিনেতা। প্রায় ৩ দশক ধরে বলিউড শাসন করেছেন তিনি।প্রায় ১০০টি ছবিতে অভিনয় করেছেন। বেশির ভাগ ছবিই হিট হওয়ায় দর্শকদের মধ্যে তার আলাদা ক্রেজ ছিল।
বিনোদ মেহরা বেশিরভাগ ছবিই রেখার সঙ্গে করেছিলেন এবং একসঙ্গে কাজ করার সুবাদেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। দুজনেই একে অপরের প্রেমে পড়েন একটা সময়ে এবং সেখানেই শেষ নয়, পরে বিষয়টি বিয়ে পর্যন্তও গড়ায়। কিন্তু, রেখাকে বিয়ে করার পরও তাঁকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি বিনোদ মেহরা। কারণ রেখা বা বিনোদ মেহরা কেউই তাদের বিয়ের ঘোষণা করতে পারেননি। সর্বত্র তাদের প্রেমের আলোচনা থাকলেও দুজনের ভাগ্যেই হয়তো প্রেম ছিল না।
রেখা-বিনোদ মেহরার বিয়ে কীভাবে নিশ্চিত হল?
লেখক ইয়াসির উসমান তার ‘রেখা অ্যান আনটোল্ড স্টোরি’ বইতে এটি উল্লেখ না করা পর্যন্ত উভয়ের বিয়ের বিষয়টি নিশ্চিত ছিল না। লেখক তাঁর বইয়ে বলেছেন বিনোদ মেহরা কলকাতায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে এসে রেখাকে বিয়ে করেছিলেন। কিন্তু, তার মা রেখাকে পুত্রবধূ হিসেবে মেনে নেননি। এমন পরিস্থিতিতে রেখাকে নিয়ে বিনোদ তাঁর বাড়িতে পৌঁছতেই তাঁর মা অভিনেত্রীকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন। এমনকি তিনি জুতো ছুঁড়ে মেরেছিলেন বলেও শোনা যায়।
রেখাকে গ্রহণ করতে চাননি বিনোদ মেহরার মা!
রেখা যখন তাঁকে শান্ত করার এবং তার পা স্পর্শ করার চেষ্টা করেছিলেন, বিনোদ মেহরার মা অভিনেত্রীকে তার থেকে দূরে ঠেলে দেন। শুধু তাই নয়, বিনোদ মেহরার মা এমনকি রেখাকে পায়ের চটি ছুড়ে মেরেছিলেন বলেও এই গল্পে উল্লেখ করা হয়েছে। বিনোদ নিজেও তাঁর মাকে শান্ত করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোন লাভ হয়নি। অনেক চেষ্টার পরও যখন কোনও ফল পাওয়া যায়নি, তখন তিনি রেখাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন।
এর পর রেখা ও বিনোদ মেহরার বিয়ে ভেঙে যায় এবং অভিনেতার পরিবার তাঁর জন্য অন্য মেয়ে খুঁজতে থাকে। একদিকে বিনোদ মেহরার ব্যক্তিগত জীবনে ঝড়, অন্যদিকে তার পেশাগত জীবন ছিল ক্লাউড নাইন। এরইমধ্যে অভিনেতার মা তাঁকে একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন। বিয়ের কয়েকদিন পরেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বিনোদ মেহরা।
অভিনেতা তার শারীরিক অবস্থার জন্য স্ত্রীকে দায়ী করতে শুরু করলেন, এরপরেই দুজনের মধ্যে দূরত্ব বাড়ে! এদিকে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের মধ্যেই বিনোদ প্রেমে পড়েন সহ-অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীর। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং একদিন হঠাৎ দুজনে বিয়েও সেরে ফেলেন। কিন্তু বিয়ের খবর আসতেই দ্বিতীয় স্ত্রী বিনোদ মেহরাকে হুমকি দিতে শুরু করেন।