কিন্তু, এলাকার অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও বারংবার পরিষেবা না পেয়ে হতাশ হয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোচবিহারের নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, \"কোন মুমূর্ষু রোগীকে হাসপাতাল নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত অপেক্ষায় বসে থাকতে হয়। সেক্ষেত্রে যদি এই অ্যাম্বুলেন্সটি চালু থাকত তাহলে কিছুটা হলেও সুবিধা হত কোচবিহারের মানুষদের।\" যদিও এ বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, \"তেলের দাম বাড়ার কারণে বিনামূল্যে পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে। তাই অ্যাম্বুলেন্স পরিষেবা বন্ধ রাখা হয়েছে\"।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫তম বর্ষ পূর্তিতে হকি টুর্নামেন্ট কোচবিহারে
তবে এ বিষয়টি নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এর কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়টি নিয়ে কোচবিহার মৈত্রী সংঘ ক্লাবের সম্পাদক সুকুমার নাগ বলেন, \"তেলের দাম বাড়ায় আমরা বিনা টাকায় এই পরিষেবা চালাতে পারছিলাম না। এছাড়া ড্রাইভারদের হাতেও এটি পুরোপুরি হ্যান্ডওভার করা যায় না। এসবের কারণেই আপাতত গাড়িটিকে বসিয়ে রাখা হয়েছে। তবে এ বিষয়টি নিয়ে আমরা জেলা শাসকের কাছে চিঠি দেব।\"
আরও পড়ুনঃ জল নিকাশের সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা, উদ্বোধন করা হল কালভার্ট
যে বিধায়কের ফান্ড থেকে অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল সেই প্রাক্তন বিধায়ক তথা ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, \"সাধারণ মানুষকে স্বল্প খরচে জরুরী সুবিধা প্রদান করা যাবে। সেকথা ভেবেই এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল কিন্তু তারা এর মুখে ছাই ঢেলে দিল।\"
Sarthak Pandit