সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই বেহাল রাস্তা পাকা করার দাবি তুলেছেন গ্রামবাসীরা। তবে প্রশাসনকে বার বার জানিয়েও কোনও লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বর্তমানে এলাকায় ঢুকতে চায় না অটো, টোটো, স্কুল ভ্যান সহ অন্যান্য যানবাহন। এই বেহাল রাস্তার কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পৌঁছোতেও অনেক সময় দেরি হয়ে যায়। এছাড়াও খারাপ রাস্তা দিয়ে চলাচল করার কারণে ঘন ঘন সাইকেল ও বাইকের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের এই রাস্তা পাকা করে যন্ত্রণা থেকে মুক্তি দিতেই হবে বলে দাবি তুলেছেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: রাতের অন্ধকারে চাষের পাম্প রাখার ঘরে আগুন দিল দুষ্কৃতীরা!
এই প্রসঙ্গে অন্দরান ফুলবাড়ি-২ পঞ্চায়েতের প্রধান মনীন্দ্রনাথ মণ্ডল বলেন, "এই রাস্তাটি পঞ্চায়েতের অ্যাকশন প্ল্যানে ধরা আছে। আপাতত একশো দিনের কাজ বন্ধ আছে। তবে কাজ চালু হলেই রাস্তার কাজ শুরু করা হবে।" যদিও স্থানীয় বাসিন্দারা আর ধৈর্য ধরতেন নারাজ। তাঁদের অভিযোগ, অতীতেও বারবার বলা সত্ত্বে এই রাস্তা নিয়ে কোনও গরজ দেখায়নি প্রশাসন। এই অবস্থায় পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তাটি নতুন করে তৈরি হওয়ার আশায় বুক বাঁধছেন তাঁরা।
সার্থক পণ্ডিত