Nadia News: রাতের অন্ধকারে চাষের পাম্প রাখার ঘরে আগুন দিল দুষ্কৃতীরা!

Last Updated:

চাষের জমিতে জল সেচের কাজে ব্যবহৃত পাম্প রাখার ঘরে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে

+
title=

নদিয়া: চাষিদের জলের পাম্প রাখার ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের ঘটনা। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে চাষিদের জলের পাম্প রাখার ঘরে আগুন লাগিয়ে দেয় কয়েকজন দুষ্কৃতী। সকালে বিষয়টির নজরে আসতেই মাথায় হাত পড়ে চাষিদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ।
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুর রামনগর চর ভাগীরথী নদীর তীরে। ওই এলাকার চাষিদের অভিযোগ, দিন তিনেক আগে তাঁরা প্রায় শতাধিক চাষি মিলে জমিতে জল দেওয়ার পাম্প রাখার জন্য একটি ঘর তৈরি করেছিলেন। যার জন্য প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়। অভিযোগ, বৃহস্পতিবার রাতে একদল দুষ্কৃতী সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। তবে নতুন তৈরি হ‌ওয়া ওই ঘরে জলের পাম্প না থাকায় বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে চাষিদের দাবি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ওই এলাকার প্রায় শতাধিক চাষি বিঘা বিঘা জমিতে পাম্পের মাধ্যমে জল দেয়। সেই পাম্পটিকে সুরক্ষিত রাখার জন্যই তাঁরা পৃথক ঘর তৈরি করেছিলেন। কিন্তু নতুন ঘর তৈরির পরই কেন তাতে আগুন লাগানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে কী চক্রান্ত করেই দুষ্কৃতীরা ঘরটিতে আগুন লাগিয়ে দেয়? নাকি ঘটনার পেছনে রয়েছে অন্য কোনও রহস্য আছে? চাষিদের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
advertisement
মৈনাক দেবনাথ
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: রাতের অন্ধকারে চাষের পাম্প রাখার ঘরে আগুন দিল দুষ্কৃতীরা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement