শুভঙ্কর সাহা জানান, ‘‘ছোটবেলা থেকেই বিভিন্ন রিমোট কন্ট্রোল জিনিসের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা হয়নি তাঁর। তবে অদম্য ভালবাসা ও তাঁর মনের জেদ থেকে সে এই সফলতা অর্জন করতে পেরেছে। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সে এই সাফল্য পেয়েছে। তবে প্লেন বানানোর আগে সে তৈরি করেছে রিমোট কন্ট্রোল গাড়ি ও রিমোট কন্ট্রোল বোট। বর্তমানে তাঁর এই প্লেনকে আরও উন্নত করে তোলার ইচ্ছে রয়েছে। সেইজন্য সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার এই ভালবাসার মূল বাধা আর্থিক জোগান। সেটি অতিক্রম করতে পারলে হয়তো সে আরও ভাল কোনও জায়গায় পৌঁছতে পারবে।’’
advertisement
আরও পড়ুন– ‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি…’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?
এ ছাড়া শুভঙ্কর সাহা আরও জানান, ‘‘দীর্ঘ সময় ধরে পরিবারের প্রত্যেকটি মানুষ তাকে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সে পরিবারের প্রত্যেকটি মানুষের মুখ আরও উজ্জ্বল করতে চায়। তাঁর এই নির্মাণকে আরও উন্নত করে তুলে দেশের বিভিন্ন সুরক্ষার কাজে নিয়োজিত করার ইচ্ছা রয়েছে তাঁর। সে প্রমাণ করতে চায়, পড়াশোনার ক্ষেত্রে বিভাগটা কোনও বিষয় নয়। অদম্য ইচ্ছে ও মানসিক শক্তিটাই আসল বিষয়। এর মাধ্যমেই যে কোনও মানুষ সাফল্যের চূড়ায় পৌঁছতে পারেন। তাঁর এই প্লেনকে সফলভাবে ট্রায়াল রান করেছে সে বহুবার। সামান্য কিছু সমস্যা রয়েছে সেগুলিকেও সে শুধরে নেওয়ার চেষ্টা করছে। অদূর ভবিষ্যতে এই প্লেন বিভিন্ন সুরক্ষার কাজেও ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছে সে।’’
Sarthak Pandit