Manoranjan Byapari: ‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি...’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?

Last Updated:

পঞ্চায়েত প্রার্থী নিয়ে ক্ষোভের কথা জানিয়েছিলেন বলাগড়ের বিধায়ক।

‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি...’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?
‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি...’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?
আবীর ঘোষাল, বলাগড়: পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে অনিশ্চয়তার কথা এর আগে প্রকাশ্যে বলেছেন তিনি। তা নিয়ে তীব্র হয়েছে রাজনৈতিক আলোচনা। এবার বিধায়ক হিসাবে নিজের দায়িত্বের কথা স্মরণ করালেন নিজেকেই। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানিয়েছেন, ‘‘আমি বলাগড়ের বিধায়ক । বলাগড় অঞ্চলের যাবতীয় উন্নয়নের দিক আমাকে দেখতে হবে । এক্ষেত্রে  কোনও ভেদভাব করা চলবে না । রাস্তা বানাতে হবে,  যে রাস্তায় দলমত নির্বিশেষে সমস্ত মানুষ হাঁটবে । অটো, টোটো থেকে দামি গাড়ি সব চলবে। রাস্তায় আলো লাগাতে হবে , ঘরে ঘরে পৌছে দিতে হবে আর্সেনিক মুক্ত পানীয় জলের লাইন। স্কুল বানাতে হবে , হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে। অঞ্চলের যাবতীয় দায়- সেই ভার আমার কাঁধে সমর্পিত হয়ে গিয়েছে।
আমাকে সেই দায় দায়িত্ব অর্পন করেছেন বলাগড়ের মানুষ । আমি বলাগড়ে কোনও নেতাগিরি করতে আসিনি । তেমন কোনও বাসনা নেই আমার । আমি চাই ওই  মানুষের ভাই সাথী সমব্যথী- নির্ভরতার কেন্দ্র হয়ে উঠতে । আগামী দিনে  সেই প্রচেষ্টাই চলবে। এই সব মানুষ – যারা জীবনের ঝুঁকি নিয়ে বিধানসভার নির্বাচনটা করেছেন । আজ ভাবতে গেলে বুক কেঁপে যায়- তৃণমূল দল পরাজিত হলে যাদের অনেককে আর আমরা জীবিত দেখতে পেতাম না । কত যুবক লাশ হয়ে যেত, কত গৃহ ভস্মীভূত , লুন্ঠিত হতো , কত মা বোন সম্মান হারাতো- ।  এই সব মানুষ-  আমার কাছে  অতি আপন অতি প্রিয়। বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ওদের সঙ্গে আমাদের অনেক বোঝাপড়া বাকি আছে । ওরা আমাদের চেনা শত্রু তাই তেমন ভয়ের কিছু নয় । কিন্ত যারা আমাদের দলের মধ্যে লুকিয়ে থেকে- স্বার্থ , অর্থ, উৎকোচের বিনিময়ে বিজেপিকে গোপন সহায়তা দিয়েছে- যারা বিজেপিতে যাবার জন্য পা বাড়িয়ে বসেছিল, নানা কারণে বিজেপি তাদের নেয়নি- তাঁরা কে কাকে ফোন করে বিজেপির বোতাম টিপতে বলেছে,  সব সমাচার ধীরে ধীরে আমাদের গোচরে আসছে। এদের সঙ্গে কোনও আপস নয়, লড়াই হবে।
advertisement
advertisement
এদের আমরা শনাক্ত করে ফেলেছি । এদের নিয়ে একসঙ্গে পথ চলা আমার পক্ষে সম্ভব হবে না। ৭৫ হাজার সেনা ছিল সিরাজদৌল্লার, তবু তাঁকে হারতে হয়েছিল তিন হাজার ইংরেজ সেনার কাছে- কয়েকটা বেইমান বিশ্বাস ঘাতক  ছিল বলে -। আগামী দিনে বেইমান  মুক্ত- নিবেদিন প্রান কর্মী দল গড়ার লড়াই চলবে। সৎ সাহসী জনগনের প্রতি নিবেদিত প্রান কর্মী দল আমার সঙ্গে আছে আমি তাদের সঙ্গে আছি। এদের নিয়ে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষে আমার লড়াই চলছে চলবে। আমি বিশ্বাস করি আর কেউ সঙ্গে না থাকুক দিদি মমতা ব‍ন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমি পাব।তিনি আমার লড়াইকে সমর্থন দেবেন।” যদিও তাঁর এই মন্তব্য সম্পর্কে মুখ খুলতে চাননি হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Manoranjan Byapari: ‘যারা দলে থেকে বিজেপিকে সাহায্য করছে, চিনে ফেলেছি...’ কাদের কথা বললেন মনোরঞ্জন ব্যাপারী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement