তুফানগঞ্জ থানা সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম হাসানুদ্দিন মিয়া, এবং তার বাড়ি তুফানগঞ্জ ২ নং ব্লকের শালবাড়ি বাঁশরাজা প্রথম খন্ড এলাকায়। গতকাল জুম্মার নামাজ শেষ করে বাড়ি ফেরার পর তিনি রাতে ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। হরিরহাট কার্লভাট সংলগ্ন এলাকায় একটি দ্রুত গতিতে আসার ট্রাক্টর তাকে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত আয়, পেটের দায়ে দর্জি এখন চা বিক্রেতা!
ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরবর্তীতে তুফানগঞ্জ থানার পুলিশ তুফানগঞ্জ হাসপাতাল থেকে মৃত ওই ব্যক্তির দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং আজ ওই ব্যক্তির দেহটিকে ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয়। মৃত ওই ব্যক্তির এক প্রতিবেশী ইমামুল হোসেন বলেন, "গতকাল রাতে হাসানুদ্দিন মিয়া জুম্মার নামাজ পড়ার পর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন”।
Sarthak Pandit