স্থানীয়দের একাংশের বক্তব্য, "ওই ব্যক্তির বাড়িতে যে আগ্নেয়াস্ত্র ছিল সেই বিষয়ে জানতেনই না এলাকার মানুষেরা। তবে পুলিশের বিশেষ অভিযানে নেমে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র খুঁজে বের করে ওই ব্যক্তির বাড়ি থেকে। তার পরেই এই কথা ছড়িয়ে পড়তেই এলাকার মানুষেরা ভিড় জমায় ওই বাড়ির সামনে।" তবে গোটা অভিযানের বিষয়টি সম্পূর্ন গোপন রাখা হয়েছিল বলে জানা যায় থানার পক্ষ থেকে।
advertisement
আরও পড়ুনঃ অবৈধ ভাবে চারজন প্রবেশ করেছিলেন ভারতের ভূখণ্ডে! ঠাঁই হল গারদে
তাই এই বিষয় সম্পর্কে মেখলিগঞ্জ থানার কোনরকম বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে কোথা থেকে আসলো এই অস্ত্র। এবং কতদিন থেকে ছিল এই অস্ত্র ওই ব্যক্তির কাছে সে বিষয়ে তদন্ত নেমেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। তবে এবিষয়ে কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, "গোপন সূত্রে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ তল্লাশি অভিযানের মাধ্যমে ওই ব্যক্তির বাড়ি থেকে অস্ত্র এবং কার্তুজ উদ্ধার করে।
আরও পড়ুনঃ বংশানুক্রমে থাকলেও নেই সঠিক পাট্টার কাগজ! চিন্তায় বোরডাঙ্গা গ্রামের ২০টি পরিবার
অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার জেরে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। তবে এই ঘটনার আরোও তদন্ত চলছে। দ্রুত এই সম্পর্কে আরও বিস্তারিত জানা সম্ভব হবে।"
Sarthak Pandit