এদিন এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা-কোচবিহার ১৬ নম্বর রাজ্য সড়কের ভেরভেরি মানাবাড়ির মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, "একটি ছোট গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শস্য বোঝাই পণ্যবাহী একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। মাথাভাঙ্গার দিক থেকে কোচবিহারের অভিমুখে যাওয়ার সময় ভেরভেরি মানাবাড়ির মানসাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। রাজ্য সড়কের পাশে থাকা যাত্রী প্রতীক্ষালয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই ট্রাকটি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।"
advertisement
আরও পড়ুনঃ রাস্তা তো নয়, যেন মৃত্যু ফাঁদ! চরম সমস্যায় ভুগছেন রসিকবিল এলাকার মানুষ
স্থানীয় বাসিন্দা সুন্দর বর্মন জানান, "এলাকার মানুষ কোথাও যেতে গেলে এবং ঝর বৃষ্টির সময় যাত্রীরা এই প্রতীক্ষালয়ে আশ্রয় নিত। এটি ভেঙে যাওয়ায় তাদের এখন সমস্যায় পড়তে হবে।" যদিও এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় যায় মাথাভাঙ্গা থানার ট্রাফিক পুলিশ। পুলিশ প্রাথমিক ভাবে দুর্ঘটনাগ্রস্থ পণ্যবাহী গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
আরও পড়ুনঃ ভোট আসে, ভোট যায়, ঠিক হয় না ভাঙা সেতু! ঝুঁকির পারাপার গ্রামবাসীদের
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ। এলাকার স্থানীয় মানুষেরা পঞ্চায়েত প্রধানকে খবর পাঠালে তিনি এসে গোটা বিষয়টি দেখে যান। তবে এই যাত্রী প্রতীক্ষালয় ভেঙে যাওয়ার কারণে গোটা এলাকার মানুষদের সমস্যায় পড়তে হবে। তাই দ্রুত এই যাত্রী প্রতীক্ষালয়টি নির্মাণের ব্যবস্থা করা হবে এমনটাই আশ্বাস দিয়ে যান।
Sarthak Pandit