স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি তাদের এলাকার কেউ নন। বাইরে থেকে আসা কোন ব্যক্তি হবেন। অন্যদিকে মাছ ধরার আনন্দে যখন মাতোয়ারা স্থানীয়রা তখন এই ভাবে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পাশাপাশি ভীতি তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বশান্তি ও জগৎ কল্যাণ কামনায় দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে বিষ্ণুস্মরণ যজ্ঞ
advertisement
তিলপাড়া জলাধারে মাছ ধরতে আসা পরেশ ধীবর নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, \"জলাধারের পাশে বসে ছিলাম। সবাই মাছ ধরছিল। সেই সময় হঠাৎ দেখি মাছ ধরার জালে একটি মৃতদেহ। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে ওই মৃতদেহ কার তা জানা যায়নি।\"
আরও পড়ুনঃ ঘড়িতে প্রায় আড়াইটে, এখনো মেলেনি খাবার! সিউরি হাসপাতালে খালি থালা হাতে বসে রোগীরা!
পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে মাছ ধরতে নামার সময় হয়তো ওই ব্যক্তি জলের গভীরতা বুঝতে পারেননি। তারপরেই হয়তো তিনি চলে যান এবং তার মৃত্যু হয়। পাশাপাশি তাদের সন্দেহ নেশা করে জলে মাছ ধরতে নেমে ছিলেন ওই ব্যক্তি এমনটাও হতে পারে।
Madhab Das