শুক্রবার বিকাল বেলায় এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে বোলপুরের কালীমোহনপল্লীতে যে ভূমি ও ভূমি সংস্কার দফতর রয়েছে সেখানেই। ওই দফতরের আধিকারিক যখন নিজের ঘরে বসে কাজ করছিলেন সেই সময় তার ঘরে সটান দুই দুষ্কৃতী ঢুকে যান বলে অভিযোগ। এরপর ওই দুই দুষ্কৃতী দু'দিক দিয়ে ওই আধিকারিকের মাথায় দুটি পিস্তল ঠেকান।
আরও পড়ুন: মহঃবাজারেও হানা ইডি আধিকারিকদের, শেষমেষ কি এল হাতে!
advertisement
বেরিয়ে যাওয়ার সময় তারা একটি কাগজ সেখানে রেখে দিয়ে বলেন তিন দিনের মধ্যে এই জমির রেকর্ড তৈরি করে দিতে হবে। এমনিতেই বিভিন্ন এলাকায় মালিকের অজান্তেই অন্যের নামে জমির রেকর্ড হওয়ার অভিযোগ উঠতে দেখা যায়। এরপর এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে জমিজমা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: রেলের নোটিশে ব্যবসায়ীরা নিজেরাই ভেঙে ফেললেন দোকান! ভবিষ্যৎ অনিশ্চিত!
পাশাপাশি এমন পরিস্থিতি হলে আধিকারিকরাও কীভাবে কাজ করবেন তা নিয়েও উঠছে প্রশ্ন। এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দফতরের আধিকারিক সঞ্জয় রায় সরাসরি কিছু বলতে না চাইলেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক কর্মী জানিয়েছেন, পুরো বিষয়টি তিনি চাক্ষুস করেছেন এবং তারপর থেকেই আতঙ্কিত রয়েছেন অফিসের প্রতিটি কর্মচারী।
Madhab Das