ঘটনার পর তারাপীঠ ও রামপুরহাটের মাঝে রেললাইন থেকে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া যুবককে আহত অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ এবং তাকে চিকিৎসার জন্য ভর্তি করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আহত যুবকের নাম সজল শেখ এবং তিনি রামপুরহাট পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সুন্দিপুর এলাকার বাসিন্দা। চলন্ত ট্রেন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলেও তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ওই যুবকের বিরুদ্ধে রেল পুলিশ এবং বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, রাহাজানি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ঘটনার দিন অর্থাৎ শনিবার রাতে ওই যুবক সাঁইথিয়া থেকে হাওড়া মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় চড়েন। এরপর মল্লারপুর স্টেশনে নেমে তিনি মদ্যপান করেন এবং তারপর ট্রেনে উঠতেই ট্রেনের ওই যাত্রীর সঙ্গে তার বচসা বাঁধে। সেই বচসা থেকেই হাতাহাতি এবং শেষমেষ তাকে ট্রেনের ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তির খোঁজ চালাচ্ছে। তবে এই ঘটনায় আহত সজল শেখ নিজেই স্বীকার করেছেন, তিনি মদ পান করেছিলেন এবং বচসার সময় পকেটে থাকা ব্লেড বের করে আক্রমণের চেষ্টা চালিয়েছিলেন।
Madhab Das