TRENDING:

Birbhum News: বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন ১৫ দিনে, এরই মাঝে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ!

Last Updated:

একাধিক দাবি-দাওয়া নিয়ে বিশ্বভারতীর পড়ুয়ারা ১৫ দিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভে শামিল। তাদের যে সকল দাবি দাওয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল যে সকল পড়ুয়াদের বিশ্বভারতীতে ভর্তি করা হচ্ছে না তাদের ভর্তি করতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : একাধিক দাবি-দাওয়া নিয়ে বিশ্বভারতীর পড়ুয়ারা ১৫ দিন ধরে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভে শামিল। তাদের যে সকল দাবি দাওয়া রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল যে সকল পড়ুয়াদের বিশ্বভারতীতে ভর্তি করা হচ্ছে না তাদের ভর্তি করতে হবে, পৌষ মেলার আয়োজন করতে হবে পূর্বপল্লীর মাঠে, অবিলম্বে সমস্ত রেজাল্ট প্রকাশ করতে হবে, বিভিন্ন স্কলারশিপের টাকা অবিলম্বে প্রদান করতে হবে ইত্যাদি। এই সকল দাবি দাওয়া নিয়ে পড়ুয়ারা মঞ্চ করে বিক্ষোভ চালাচ্ছেন।
advertisement

তাদের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন মহলের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার এই আন্দোলনকে ঘিরে নতুন মোড় নিল। মঙ্গলবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পুলিশি সহযোগিতায় বাসভবন থেকে বের হতে চাইলে তার গাড়ির সামনে বিক্ষোভরত পড়ুয়ারা শুয়ে পড়েন। এরপরই পুলিশের সামনেই আন্দোলনকারী পড়ুয়াদের মারধর, হেনস্থা করা হয় বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুনঃ যুগ যুগ আগে আদিবাসীরা কোন কোন জিনিসপত্র ব্যবহার করতেন? দেখা মিলবে এই জায়গায়

রীতিমতো উত্তেজনা ছড়ায় বিশ্বভারতীর উপাচার্যের বাসভবনের সামনে৷ এমনকি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ধ্বস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, আগে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সব সমস্যার সমাধান হবে তারপর উপাচার্য বাসভবন ছাড়তে পারবেন। পাশাপাশি আন্দোলনরত পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্যের অভিযোগ, "আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে নিরাপত্তারক্ষীরা৷ এটা কবিগুরুর বিশ্বভারতী ভুলে গিয়েছেন এই উপাচার্য। উনি আমাদের সঙ্গে আলোচনায় বসেন নি।"

advertisement

View More

আরও পড়ুনঃ বাংলা মোদের গর্ব আশা জোগাচ্ছে ব্যবসায়ীদের

পাশাপাশি তিনি জানিয়েছেন, তার একটাই অপরাধ তিনি বিশ্বভারতীতে পিএইচডি করতে চেয়েছিলেন। সেই দাবি নিয়েই তারা আন্দোলন চালাচ্ছেন এবং আজ তাকে টেনে হিঁচড়ে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা সরিয়ে দেন বলে অভিযোগ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নির্দেশেই তারা এই কাজ করছেন। তার পিএইচডি যেভাবে আটকে দেওয়া হয়েছে তাতে তিনি নিজের প্রাপ্য আদায় না করে এই জায়গা থেকে যাবেন না বলেই জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বিশ্বভারতীতে পড়ুয়াদের আন্দোলন ১৫ দিনে, এরই মাঝে পড়ুয়াদের হেনস্থার অভিযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল