Birbhum News: বাংলা মোদের গর্ব আশা জোগাচ্ছে ব্যবসায়ীদের

Last Updated:

গত দু'বছর ধরে করোনা অতিমারি চলার কারণে বীরভূমের মত জেলায় তেমন জাঁকজমক ভাবে মেলা খেলার আয়োজন নজরে আসেনি। মেলা যেখানে প্রতিটি মানুষের কাছে মিলনক্ষেত্র আর ছোট ছোট শিল্পী ব্যবসায়ীদের কাছে কর্মসংস্থানের অন্য জায়গা সেখানে তারা অনেকটাই পিছিয়ে পড়েন।

+
title=

#বীরভূম : গত দু'বছর ধরে করোনা অতিমারি চলার কারণে বীরভূমের মত জেলায় তেমন জাঁকজমক ভাবে মেলা খেলার আয়োজন নজরে আসেনি। মেলা যেখানে প্রতিটি মানুষের কাছে মিলনক্ষেত্র আর ছোট ছোট শিল্পী ব্যবসায়ীদের কাছে কর্মসংস্থানের অন্য জায়গা সেখানে তারা অনেকটাই পিছিয়ে পড়েন। তবে গত দুবছর পর এবার সিউড়িতে জাঁকচমকভাবে প্রশাসনিক উদ্যোগে শুক্রবার থেকে বাংলা মোদের গর্ব-এর উদ্বোধন হতেই আশায় দিন গুণছেন তারা। সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশন ময়দানে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মেলা, প্রদর্শনী, এক্সপো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ অন্যান্যদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে নিজেদের ব্যবসা শুরু করেছেন। স্বল্প দামে যাতে ভালো জিনিসপত্র গ্রাহকদের হাতে তুলে দেওয়া যায় তার জন্য তারা বিভিন্ন ধরনের কাউন্টার থেকে নিজেদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করছেন। সেখানে যেমন সাধারণ জামাকাপড় রয়েছে ঠিক সেই রকমই রয়েছে শীতের জামা কাপড়। আবার রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী যেমন আচার, চা, কফি ইত্যাদি।
advertisement
আরও পড়ুনঃ একই রাতে দুই থানা এলাকায় উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র! গ্রেফতার দুই
তারা আশা করছেন, সিউড়ি শহরে গত দু'বছর ধরে প্রশাসনিক উদ্যোগে এই ধরনের বড় কোন মেলার আয়োজন করা না হলেও এবার এই যে মেলার আয়োজন করা হয়েছে তাতে তারা লাভের মুখ দেখতে পাবেন। যদিও উদ্বোধনের দিন অর্থাৎ মেলার প্রথম দিন তারা কতটা বেচাকেনা করতে পারবেন সে সম্পর্কে কিছু জানাতে না পারলেও তাদের মধ্যে আশা বেচাকেনা ভালই হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৬০ আদিবাসী আশ্রমিকের ভবিষ্যৎ অথৈ জলে! সরকারি সাহায্যের আবেদন
যেখানে এই বছর বীরভূমের অন্যতম বড় মেলা পৌষ মেলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সেই জায়গায় এই ধরনের মেলা থেকেই তারা লাভের আশা করছেন। মেলা দেখতে আসা দর্শনার্থীদের তরফ থেকে জানানো হয়েছে, অনেকদিন পর এইভাবে এমন আয়োজন তাদের খুব ভালো লেগেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন ধরনের জিনিস তারা দেখতে পাচ্ছেন। কোভিডের পর অনেকদিন এক সঙ্গে এত মানুষকে দেখে তাদের ভালো লাগছে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বাংলা মোদের গর্ব আশা জোগাচ্ছে ব্যবসায়ীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement