Birbhum News: যুগ যুগ আগে আদিবাসীরা কোন কোন জিনিসপত্র ব্যবহার করতেন? দেখা মিলবে এই জায়গায়

Last Updated:

যুগ যুগ আগে আদিবাসী মানুষেরা কী কী জিনিস ব্যবহার করতেন, সেই সকল জিনিসপত্র নিয়ে বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত সাত্তোরের বিষ্ণুবাটি আদিবাসী পাড়ায় রয়েছে একটি আদিবাসী সংস্কৃতি সংগ্রহালয়।

+
title=

#বীরভূম : যুগ যুগ আগে আদিবাসী মানুষেরা কী কী জিনিস ব্যবহার করতেন, সেই সকল জিনিসপত্র নিয়ে বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত সাত্তোরের বিষ্ণুবাটি আদিবাসী পাড়ায় রয়েছে একটি আদিবাসী সংস্কৃতি সংগ্রহালয়। এই আদিবাসী সংগ্রহশালায় আগেকার দিনের আদিবাসী মানুষদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করার কাজ শুরু হয় ২০০৭ সাল থেকে। এখন দেখতে দেখতে এখানে ১৭০টির বেশি সামগ্রী জায়গা পেয়েছে। এইসকল সামগ্রীর মধ্যে রয়েছে আগেকার দিনে আদিবাসী মানুষদের ব্যবহৃত দৈনন্দিন জিনিসপত্র যেমন ঢেঁকি, কুলো, বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ইত্যাদি।
এর পাশাপাশি রয়েছে ঘুঘু ধরার ফাঁদ সহ শিকার করার অন্যান্য যাবতীয় আসবাবপত্র। বর্তমানে এই সংগ্রহশালা আগেকার দিনের আদিবাসীদের জীবনের জলজ্যান্ত এক উদাহরণ। এই সংগ্রহশালার দায়িত্বে থাকা বিমল বাস্কি জানিয়েছেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আগেকার দিনে আদিবাসী সমাজে ব্যবহৃত জিনিসপত্র ভুলতে বসেছেন।
আরও পড়ুনঃ বাংলা মোদের গর্ব আশা জোগাচ্ছে ব্যবসায়ীদের
তারা এখন ঢেঁকি অথবা আগেকার দিনে ব্যবহৃত বাদ্যযন্ত্র বা শিকারের জন্য ব্যবহৃত সামগ্রী কেমন ছিল তা জানেন না। সেই সকল নতুন প্রজন্মের ছেলে মেয়ে এবং সমাজের অন্যান্য শ্রেণীর মানুষদের সামনে আদিবাসী সমাজের ব্যবহৃত জিনিসপত্র তুলে ধরার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে যে কেউ ভ্রমণের জন্য আসতে পারেন জিনিসপত্র দেখতে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই সংগ্রহশালা খোলা থাকে। এই সংগ্রহশালায় থাকা জিনিসপত্রের বয়স কয়েক যুগ পুরাতন বলেই জানিয়েছেন বিমল বাসকি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রবিশস্যের ক্ষতি থেকে বাঁচতে বাংলা শস্য বিমা যোজনা, বীরভূমে শুরু হল আবেদন
এর পাশাপাশি এই সংগ্রহশালায় আরও বেশ কিছু পাথরের জিনিসপত্র যেগুলি ইন্ডিয়ান মিউজিয়ামের তরফ থেকে এখানে রাখা হয়েছে সেগুলোর বয়স কয়েক লক্ষ বছর বলেই জানিয়েছেন তিনি। এছাড়াও রয়েছে সিধু কানহুর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সংগ্রহশালায় থাকা জিনিসপত্র দেখে এবং সংগ্রহশালার তথ্য থেকে জানা যায় এখানকার অধিকাংশ জিনিসপত্রের বয়স ১০০ বছরের বেশি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আদিবাসীদের এই সংস্কৃতি সংগ্রহশালা বীরভূমের একমাত্র সংগ্রহশালা। বীরভূমের অন্য কোন জায়গায় এমন সংগ্রহশালা নেই বলেও জানা যাচ্ছে।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: যুগ যুগ আগে আদিবাসীরা কোন কোন জিনিসপত্র ব্যবহার করতেন? দেখা মিলবে এই জায়গায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement