কারণ বহু ক্রাশার মালিক ব্যাঙ্ক লোন নিয়ে নিজেদের ব্যবসা চালাচ্ছিলেন। এমনকি বহু ট্রাক মালিক রয়েছেন যারা লোন নিয়ে ট্রাক কিনেছেন। এই শিল্পের কাজ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন তারাও। তবে প্রশ্ন হল কেন এই খাদান থেকে পাথর তোলার কাজ বন্ধ করতে বাধ্য হলেন খাদান মালিকরা। এর পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে এই সকল খাদান মালিকদের কাছে বৈধ কাগজপত্র নেই।
advertisement
আরও পড়ুনঃ বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা
২০১৬ সাল পর্যন্ত তাদের কাছে সমস্ত রকম কাগজপত্র থাকলেও গ্রীন ট্রাইবুনালের মামলায় দীর্ঘদিন ধরে এই কাগজপত্র ঝুলে রয়েছে। এক দেড় বছর অন্তর অন্তর এই মামলার শুনানির জন্য ডাক পড়লেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। খাদান মালিকপক্ষ চান তাদের খাদান চলুক বৈধ কাগজপত্র পাওয়ার পরই। যে কারণেই গত কয়েকদিন ধরেই তারা তাদের খাদান থেকে পাথর তোলার কাজ বন্ধ করে দিয়েছেন।
আরও পড়ুনঃ চোরের চৌষট্টি বুদ্ধি! বালি চাপা দিয়ে কয়লা পাচার বীরভূমে!
সকলেরই দাবি, দ্রুত প্রশাসন এর সুরাহা করুক। যাতে এই সমস্ত পরিবারের সমস্যার কথা ভেবে পুনরায় সরকারি অনুমতিতে পাথর শিল্পাঞ্চলের কাজ চলে সেই বিষয়ে নজর দিক প্রশাসন। তারা বহুবার বীরভূম জেলাশাসককে এই বিষয়ে আবেদন জানিয়েছেন বলেও দাবি করেছেন। যদিও এই পরিস্থিতি নিয়ে প্রশাসনিকভাবে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Madhab Das