Birbhum: বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা

Last Updated:

প্রকৃতির রোষের সামনে হার মানতে পারে সবকিছু। যুগ যুগ ধরে এটাই প্রমাণ হয়ে আসছে। ঠিক যেমন চলতি বছর বর্ষা একপ্রকার পার হতে গেলেও অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টি নেই বীরভূমে।

+
title=

#বীরভূম : প্রকৃতির রোষের সামনে হার মানতে পারে সবকিছু। যুগ যুগ ধরে এটাই প্রমাণ হয়ে আসছে। ঠিক যেমন চলতি বছর বর্ষা একপ্রকার পার হতে গেলেও অন্যান্য জেলার পাশাপাশি বৃষ্টি নেই বীরভূমে। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় যেমন চাষিরা বিপুল ক্ষতির সম্মুখীন, ঠিক তেমনি ক্ষতির সম্মুখীন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও। এমনই ক্ষতির সম্মুখীন ছাতা, বর্ষাতি বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। হাজার হাজার টাকা দিয়ে তারা এই সকল সামগ্রী কিনে দোকানে সাজালেও বিক্রি বাটা নেই একেবারেই।
বর্ষার মরশুমে এই সকল জিনিসপত্র বিক্রির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করে থাকেন। কিন্তু এই বছর বৃষ্টি না হওয়ার কারণে তাদের দোকানে ছাতা, বর্ষাতি ইত্যাদি ধুলো খাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই সকল ব্যবসায়ীরা আশায় দিন গুণছেন, সামনে যদি বৃষ্টি হয় তাহলে কিছুটা হলেও বিক্রি হবে।
আরও পড়ুনঃ বৃষ্টির অভাবে খরা পরিস্থিতি! আবেদনের ভিড় বাড়ছে বাংলা শস্য বীমায়
পাশাপাশি অন্যান্য বছর তারা এই সকল জিনিসপত্র বিক্রি করার পর পুজোর জামাকাপড় বিক্রি করার জন্য বিনিয়োগ করেন। কিন্তু সেক্ষেত্রেও এবার ছোট ব্যবসায়ীরা সমস্যার সম্মুখীন। কারণ তাদের পুঁজির বড় অংশ ছাতা, বর্ষাতিতেই আটকে রয়েছে। ব্যবসায়ীদের তরফ থেকে জানানো হয়েছে, এই বছর তারা ৩০ হাজার টাকার উপরে বিনিয়োগ করেছিলেন ছাতা, বর্ষাতি ইত্যাদির ক্ষেত্রে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চোরের চৌষট্টি বুদ্ধি! বালি চাপা দিয়ে কয়লা পাচার বীরভূমে!
কিন্তু তার ন্যূনতম জিনিসপত্র বিক্রি না হওয়ায় প্রায় সব টাকায় এখনো এই জায়গাতেই বিনিয়োগ হয়ে রয়েছে। এর ফলে পুজোর আগে তারা পুজোর জন্য যে সকল নতুন নতুন জামা কাপড় নিয়ে আসেন সে ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। পুজোয় কীভাবে তারা ব্যবসা চালাবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায়।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: বর্ষায় বৃষ্টি নেই, ছাতা-বর্ষাতিরও বিক্রি নেই! চিন্তায় ব্যবসায়ীরা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement