Birbhum: চোরের চৌষট্টি বুদ্ধি! বালি চাপা দিয়ে কয়লা পাচার বীরভূমে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
খুব প্রচলিত একটি প্রবাদ হল চোরের চৌষট্টি বুদ্ধি। চুরি করার সময় চোরেদের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে দেখা যাওয়ার কারণেই এমনটা বলা হয়ে থাকে।
#বীরভূম : খুব প্রচলিত একটি প্রবাদ হল চোরের চৌষট্টি বুদ্ধি। চুরি করার সময় চোরেদের বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতে দেখা যাওয়ার কারণেই এমনটা বলা হয়ে থাকে। তবে চুরির পাশাপাশি পাচারের ক্ষেত্রেও এই রকমই কৌশল অবলম্বন করা দেখা গিয়েছিল দক্ষিণী সিনেমা পুষ্পা দ্য রাইজ-এ। ঠিক সেই রকমই একের পর এক ঘটনা দেখা ঘটতে দেখা যাচ্ছে বীরভূমে। কখনো ইট বোঝাই ট্রাক্টরে পাচার করা হচ্ছে কয়লা, আবার কখনো আলুর বস্তার নীচে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণে কাফ সিরাপ। ঠিক সেই রকমই এবার বালির নীচে কয়লা পাচারের ঘটনা ঘটতে দেখা গেল খয়রাশোলে।
সম্প্রতি এই ঘটনার পরিপ্রেক্ষিতে চক্ষু চড়ক গাছ হয়ে উঠেছে পুলিশের। শুক্রবার খয়রাশোল থানার পুলিশ বালি বোঝাই একটি ডাম্পার আটক করে। জানা যায়, ওই ডাম্পারটি ভীমগড়ের দিক থেকে দুবরাজপুরের দিকে যাচ্ছিল। তবে সেই বালি বোঝায় ডাম্পার দেখে তাদের সন্দেহ হয় এবং সেই বালি ছড়িয়ে খয়রাশোল থানার পুলিশ দেখতে পায়, বালির নীচে রয়েছে কয়লা। এরপরই পুলিশ ওই ডাম্পারটিকে আটক করে।
advertisement
আরও পড়ুনঃ ৫৮ বছরের পুরাতন ফুটবল টুর্নামেন্টে মজল দুবরাজপুর
রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে পাঁচড়া কটন মিলের কাছে ওই ডাম্পারটিকে আটক করা হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন সময় নানা পাচার কান্ড রুখে দিয়েছে। তবে ডাম্পারের উপরে বালি, নীচে কয়লা, এমন ঘটনা সচরাচর দেখা যায় না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বীরভূমে শুরু হল স্কুল পড়ুয়াদের পোশাক বিতরণ
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, আনুমানিক ২৫ মেট্রিক টন কয়লা বোঝাই রয়েছে ওই ডাম্পারে। যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ টাকা। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। খয়রাশোল থানার পুলিশ তদন্ত করে দেখছে অবৈধ কয়লা বোঝাই ডাম্পারটি কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল এবং কারা জড়িত রয়েছে এর সঙ্গে।
advertisement
Madhab Das
Location :
First Published :
August 27, 2022 1:57 PM IST