Birbhum: ৫৮ বছরের পুরাতন ফুটবল টুর্নামেন্টে মজল দুবরাজপুর

Last Updated:

৫৮ বছর আগে বীরভূমের দুবরাজপুরে শুরু হয়েছিল একটি ফুটবল টুর্নামেন্ট। তারপর থেকেই প্রতিবছর সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

+
title=

#বীরভূম : ৫৮ বছর আগে বীরভূমের দুবরাজপুরে শুরু হয়েছিল একটি ফুটবল টুর্নামেন্ট। তারপর থেকেই প্রতিবছর সেই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। করোনা কালে গত দু'বছর এই টুর্নামেন্টের আয়োজন না হলেও ফের এই বছর ফিরলো এই ফুটবল টুর্নামেন্ট। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় প্রতিবছর এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। সেই মত সোমবার থেকে শুরু হল ৫৯ তম শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট। দুবরাজপুর সারদা ফুটবল ময়দানে এই টুর্নামেন্ট চলছে।
এলাকায় ফুটবল খেলা প্রসারের জন্য আজ থেকে ৫৮ বছর আগে ভুপানন্দ দেব তার গুরুদেব ঠাকুর সত্যানন্দের দেবের নামে এই ফুটবল খেলার প্রচলন করেছিলেন। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। সোমবার থেকে শুরু হওয়া এই ফুটবল টুর্নামেন্ট চলবে আগামী ২৯ অগাস্ট পর্যন্ত। করোনার কারণে সরকারি বিধিনিষেধ মেনে গত দু'বছর এই ফুটবল টুর্নামেন্ট বন্ধ থাকার পর এই বছর ফের এই ফুটবল টুর্নামেন্ট হওয়ায় খুশি ফুটবলপ্রেমী মানুষেরা।
advertisement
advertisement
এই খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী গৌরানন্দ মহারাজ, দুবরাজপুরে বিধায়ক অনুপ সাহা, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে সহ অন্যান্যরা। এই খেলা দেখতে শুধু দুবরাজপুর শহর নয়, গ্রাম গ্রামান্তর থেকেও ছুটে আসেন ফুটবলপ্রেমী মানুষরা। এই ফুটবল টুর্নামেন্টে বীরভূম ছাড়াও রাজ্য ও ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আটটি টিম অংশগ্রহণ করেছে।
advertisement
আরও পড়ুনঃ ঝাঁ চকচকে রাস্তা থেকে বিশালাকার তোরণ! 'উন্নয়নের' জোয়ার অনুব্রতর গ্রামে
অংশগ্রহণ করা এই আটটি টিম হল বারাসাতের স্নেহা নেহা কোচিং সেন্টার, আসানসোলের ইস্টার্ন রেলওয়ে, তারাপীঠের বাদুলি বাহার, দুর্গাপুরের ইয়ং বেঙ্গল, মেমারির ইউএফসিটি দেবীপুর, পশ্চিম বর্ধমানের মহাল একাদশ, ঝাড়খণ্ডের জন বিকাশ ক্লাব এবং ধানবাদের ডিএসএ রেলওয়েজ। প্রথম পর্যায়ের খেলা হওয়ার পর আগামী শুক্রবার এবং শনিবার দুটি সেমিফাইনাল আয়োজিত হবে ও সোমবার আয়োজিত হবে ফাইনাল।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: ৫৮ বছরের পুরাতন ফুটবল টুর্নামেন্টে মজল দুবরাজপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement