শনিবার হেতমপুর রাজবাড়িতে উল্টোরথ উপলক্ষে এই বছর ঐতিহ্য মেনে এই গৌরাঙ্গ ও নিত্যানন্দের পুজো পাঠ এবং হোম যজ্ঞের আয়োজন করা হয়। পাশাপাশি বিশেষ ভোগ নিবেদনেরও বন্দোবস্ত করা হয়েছিল এদিন। তবে এখানেও আগে এক সময় উল্টো রথের আয়োজন হয়ে থাকতো। যদিও সেই উল্টোরথ পারিবারিক সমস্যার কারণে পরবর্তীতে বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ উল্টোরথের পর জগন্নাথের সোনাবেশ আর অধরপনা উৎসবে ২০ লক্ষ জনসমাগম
advertisement
তবে এখন তা আবার আয়োজিত হচ্ছে। হেতমপুর রাজবাড়ি রাজকন্যা বৈশাখী চক্রবর্তী জানান, একসময় এখানে উল্টো রথ হত। পরে তা পারিবারিক কারণে বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার উল্টো রথ বেশ কয়েক বছর করা হচ্ছে। আর উল্টো রথকে কেন্দ্র করে বিশেষ পূজা ও ভোগের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মাসির বাড়ি থেকে বেরিয়ে রথে চড়ে বসলেন জগন্নাথ, দেখুন...
লুচি, খিচুড়ি, সবজি, বিভিন্ন রকম ভাজা, পায়েস, মিষ্টি ও পাঁপড় ভাজা সহ আরও কত কী দিয়ে গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি এদিন বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গৌরাঙ্গ ও নিত্যানন্দ মহাপ্রভু কে গ্রাম ঘোরানো হয় এবং পরে পিতলের রথে চাপিয়ে রাজবাড়ি প্রাঙ্গণ ঘোরানো হয়।
Madhab Das