এদিকে একের পর এক বোমা উদ্ধারের ঘটনা বীরভূমে। আজ ভোররাতে বীরভূমের ডিএসপি, ডিএনটি ও সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে এই অভিযান চলে। বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় সিআইডি-র বোম ডিসপোজাল স্কোয়াডকে। বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। বিস্ফোরণের তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা।
আরও পড়ুন: নৈহাটি- রানাঘাট শাখায় বাতিল হচ্ছে না কোনও লোকাল, কাজ স্থগিত রাখল রেল
advertisement
আরও পড়ুন: নদীর ধার থেকে ছুটে পালাচ্ছেন বাসিন্দারা! এ কী অবস্থা সুন্দরবনের, আতঙ্ক চারদিকে
গত কয়েক মাসে বীরভূমের বেশ কিছু এলাকায় মজুত করে রাখা বোমা উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ। সিউড়ির বাঁশজোড় এলাকা, সাঁইথিয়ার বহরাপুর-সহ বিভিন্ন এলাকা থেকে এর আগে বোমা উদ্ধার করেছে পুলিশ। সামনে পঞ্চায়েত ভোট, তাই বীরভূম জেলা পুলিশের বিশেষ নজরদারি চলছে বীরভূমের বিভিন্ন গ্রামে। গত কয়েক বছরে বেশ কিছু বোমা বিস্ফোরণ সংক্রান্ত ঘটনায় বারবার শিরোনামে এসেছে বীরভূমের নাম। এর আগেও বীরভূমের কাঁকড়তলা ও খয়রাশোল থানা এলাকায় মজুত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি বীরভুমে বেশ কিছু রাজনৈতিক সংঘর্ষেও প্রচুর বোমা ব্যবহারের ঘটনা হয়েছে।
কয়েকদিন আগেও বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুই জনের। বিশেষভাবে উল্লেখ্য, গতকাল সদাইপুরের লালমোহনপুর এলাকা থেকে এক কন্টেনার বোমা উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ । তারপরই ফের একই থানা এলাকা থেকে উদ্ধার হয় আরও বোমা। বোমা উদ্ধার নিয়ে বিশেষ সতর্ক বীরভূম জেলা পুলিশ, তাই পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের গ্রামে গ্রামে চলছে মজুত বোমা উদ্ধারের জন্য বিশেষ টহলদারী। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানিয়েছে বীরভূম জেলা পুলিশ।