TRENDING:

Birbhum News: সুপার চেকিংয়ে নামলেন জেলাশাসক, বীরভূমে এ কী আজব কাণ্ড! তুমুল আলোড়ন

Last Updated:

Birbhum News: এই আবাস যোজনা নিয়ে এর আগেও একাধিকবার যে ধরনের অভিযোগ উঠেছে, এবার সেই সকল অভিযোগ যাতে না ওঠে তার জন্য নড়েচড়ে বসেছে নবান্ন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮টি বাড়ি করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিপুল সংখ্যার এই অনুমোদন রাজ্যের বহু দুঃস্থ দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
advertisement

তবে এই আবাস যোজনা নিয়ে এর আগেও একাধিকবার যে ধরনের অভিযোগ উঠেছে, এবার সেই সকল অভিযোগ যাতে না ওঠে তার জন্য নড়েচড়ে বসেছে নবান্ন। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে তার জন্য ১৫ দফা নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: 'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

advertisement

রাজ্যের মুখ্য সচিব যে ১৫ দফা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের মূল লক্ষ্য হল ত্রুটিপূর্ণ উপভোক্তাদের নাম তুলে ধরা। এই নির্দেশিকা অনুযায়ী সঠিক উপভোক্তা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখার এই কাজে জেলাশাসকদেরও দুই শতাংশ কাজ করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী শনিবার বীরভূম জেলাশাসক বিধান রায়কে খোদ সার্ভে করতে দেখা যায়। এদিন তিনি পৌঁছে যান সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের চোরমুড়া গ্রামে। সেখানে তিনি পৌঁছে উপভোক্তাদের তালিকা অনুযায়ী পায়ে হেঁটে এলাকা ঘুরে দেখেন। আগামী দিনেও এইভাবে হঠাৎ কোন অঞ্চলে পৌঁছে যাবেন জেলাশাসক বলে জানিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্য়ালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন আইনজীবী

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জেলাশাসক বিধান রায় উপভোক্তাদের একাধিক বাড়ি ঘুরে দেখার পর ওই গ্রামের যে সকল উপভোক্তাদের নাম তালিকায় এসেছে তাদের নিয়ে সন্তুষ্ট। তিনি জানান, মুখ্য সচিবের নির্দেশে তারা এই সার্ভে করার কাজে নেমেছেন এবং এটিকে তারা সুপার চেকিং হিসাবে মনে করছেন। যাতে এই প্রকল্পে যারা বাড়ি পাচ্ছেন তাদের নিয়ে কোনো রকম ত্রুটি না থাকে তার জন্য এই সার্ভে করা হচ্ছে। এদিন আবাস যোজনা প্রকল্পের সার্ভে করতে গিয়ে উল্লেখযোগ্য ভাবে জেলাশাসক বিধান রায় এলাকার মানুষদের থেকে অন্যান্য সুবিধা অসুবিধাও শোনেন।

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সুপার চেকিংয়ে নামলেন জেলাশাসক, বীরভূমে এ কী আজব কাণ্ড! তুমুল আলোড়ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল