Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্য়ালেঞ্জ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেলেন আইনজীবী
- Published by:Debamoy Ghosh
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
গত ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।
#কলকাতা: শুভেন্দু অধিকারীর রক্ষাকবচকে চ্য়ালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ আইনজীবী আবু সোহেল।
গত ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া নতুন এফআইআর দায়ের করা যাবে না বলেও নির্দেশে জানান বিচারপতি।
advertisement
advertisement
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আবু সোহেল। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্য়ালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান ওই আইনজীবী। সেই অনুমতি দেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
মামলাকারীর দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ। কিন্তু তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে সিঙ্গেল বেঞ্চ। এই মর্মেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী আবু সোহেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 12:45 PM IST