Justice Abhijit Ganguly: 'ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি', মহিলার উদ্দেশ্যে হঠাৎ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
- Published by:Suman Biswas
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Justice Abhijit Ganguly: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ''এখন তো মামলা মেনশনের সময় নেই। তা ছাড়া এ ভাবে বলছেন কেন? এ ভাবে কি মামলা করা যায়?''
#কলকাতা: ''আমি বদলে গিয়েছি। আগের মতো আর নেই। ভগবান থেকে শয়তান হয়ে গিয়েছি।'' এক মামলকারীকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি চলাকালীন এক মহিলা এগিয়ে আসেন। তিনি বলেন, "ধর্মাবতার আমার কথা একটু শুনুন। আপনিই ভরসা।"
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ''এখন তো মামলা মেনশনের সময় নেই। তা ছাড়া এ ভাবে বলছেন কেন? এ ভাবে কি মামলা করা যায়?'' মহিলা বলেন, ''বঞ্চিত হয়ে অনেক বছর ধরে ঘুরছি। কয়েক বার আত্মহত্যা করতে গিয়েছিলাম। বাচ্চার মুখের দিকে চেয়ে করতে পারিনি। এর আগে মামলা করেও কিছু হয়নি। আপনি সাহায্য করুন। আপনাকে আমরা ভগবানের মতো দেখি।''
advertisement
advertisement
আক্ষেপের সুরে বিচারপতি গঙ্গোপাধ্যায় পাল্টা বলেন, ''আমি আর আগেই মতো নেই। আর আমি ভগবান-টগবান নই। আমি শয়তান হয়ে গিয়েছি। ভগবান থেকে শয়তান!'' মহিলা তখন পাল্টা বলেন, ''এ ভাবে বলবেন না! আপনি যা দেশের জন্য যা করেছেন তা অতুলনীয়। আপনাকে অনেক ধন্যবাদ।''
advertisement
বিচারপতি এরপর বলেন, ''আপনার মামলার নম্বর কত? দিয়ে যান বুধবার বিষয়টি দেখতে পারি।'' এজলাস ছেড়ে যাওয়ার পথে হঠাৎ পা পিছলে ওই মহিলা পড়ে যান। কয়েকজন আইনজীবী তাঁকে তুলে ধরেন। মহিলা বলেন, "মাথা ঘুরে গিয়েছিল!" বিচারপতি বলেন, ''সাবধানে যান। মামলা হবে। চিন্তা করবেন না।'' প্রসঙ্গত, গত সপ্তাহে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ''আমার মন্তব্যের অন্য মানে করা হচ্ছে। আমি আর মন্তব্য করব না।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 12, 2022 1:32 PM IST